• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    গাইবান্ধা-০৫ আসনে জনপ্রিয়তার শীর্ষে রাব্বি কন্যা ফারজানা রাব্বি বুবলি 

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৯:২০:৫৯ প্রিন্ট সংস্করণ

    সৈকত জামান প্রিন্স ফুলছড়িঃ

    আগামীদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩৩-সাঘাটা -ফুলছড়ি গাইবান্ধা ০৫-আসনে ব্যাপকগণসংযোগ চালিয়ে যাচ্ছেন সাঘাটা উপজেলার মেয়ে,ফুলছড়ির পুত্রবধূ ও ফুলছড়ি উপজেলাআওয়ামী লীগের সাধারণ সম্পাদক  গাইবান্ধা -৫আসন থেকে একমাত্র নারী নেত্রী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় নেতাসাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কনিষ্ঠ কন্যা ,ফারজানা রাব্বিবুবলি।   তিনি নিয়মিত ফুলছড়ি সাঘাটার দুই উপজেলার বিভিন্নগ্রাম, হাট বাজার ও চরাঅঞ্চলে মানুষের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারকরে যাচ্ছেন। ফারজানার রাব্বি বুবলি কে ঘিরে ইতিমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনারসৃষ্টি হয়েছে। পাড়া-মহল্লায়, চা-দোকানসহ বিভিন্ন স্থানে ফারজানার রাব্বি বুবলি কে নিয়েআলোচনা হচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেবাংলাদেশ আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও একমাত্র নারী নেত্রী হিসেবে জনপ্রিয়তায়শীর্ষে রয়েছেন  নৌকা মার্কা নিয়ে বারবার নির্বাচিতএমপি প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা  বর্তমান ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকফারজানা রাব্বি বুবলি।  ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন জায়গাঘুরে জানা যায়, বুবলি দীর্ঘ দিন ধরে জনসাধারণের মাঝে সামাজিক ও মানবিক কা‌জের মাঝেনিজেকে জড়িয়ে রে‌খে‌ সেবা প্রদান করে আসছেন। আর তাই সবার সুখে-দুঃখের সঙ্গী হিসেবেতিনি সুনাম কুড়িয়ে নিয়েছেন।ফুলছড়ি-সাঘাটা -৩৩ গাইবান্ধা -৫ আসনেআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে দেখতে চান তৃণমূল আওয়ামী লীগ সহ সাধারণভোটাররা । সমৃদ্ধশালী আধুনিক উন্নয়নশীল মডেল সাঘাটা ও ফুলছড়ি উপজেলা গড়ার প্রত্যয় নিয়েতিনি সুস্থ্য, সুন্দর,মাদক ও সন্ত্রাস মুক্ত সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়েযেতে চান অসহায় মেহনতি মানুষের বন্ধু বুবলি। ইতিমধ্যেই সাধারণ ভোটারদের মাঝে তার সামাজিকযোগ্যতা, রাজনৈতিক, অর্থনৈতিক, আত্মীয়তার সম্পর্ক গুলো আলোচনায় উঠে এসেছে। দুই উপজেলারপ্রতিটি পাড়া মহল্লা সর্বত্রই ভোটারা সংসদ সদস্য হিসেবে দেখতে চান স্থানীয় বেশির ভাগভোটাররা। ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের৩নং ওয়ার্ডের বাসিন্দা যুবলীগ নেতা আব্দুল মালেক সরকার  বলেন, বুবলি আপা সাধারণ সম্পাদক  হওয়ার পর থেকে, তিনি সর্বদা আমাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। কোন সমস্যায় পড়লে, তাকে জানালে তিনি দ্রুত সময়ে সেই সমস্যা সমাধান করে দেন।তার কাছে সাহায্য চেয়ে আমরা কখনও বিমুখ হয়নি। তার ব্যবহার ও কাজকর্মে আমরা ফুলছড়িবাসি  মুগ্ধ। আমরা তাকে আগামী দ্বাদশ জাতীয়সংসদ নির্বাচনে এমপি হিসেবে পেতে চাই।  ফারজানা রাব্বি বুবলি বলেন,’সাঘাটাও ফুলছড়ির জনগণ আমার আত্মার আত্মীয় তাদের সুখে দুখে আমার প্রায়ত বাবা সারাটা জীবনকাজ করে গেছেন। আমিও ইনশাআল্লাহ তাদের পাশে ছিলাম, আছি এবং সারাজীবন থাকব।  তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাপ্রতি আমি আশাবাদি আমাকে নমিনেশন দিবেন  ইনশাআল্লাহনৌকার বিজয় সুনিশ্চিত করবো, সবাইকে সাথে নিয়ে সকল উন্নয়নমূলক কাজ করব। এছাড়া উন্নতও আধুনিক দুটি উপজেলা গড়ে তুলব। সকলের সহযোগীতায় বিজয় নিশ্চিত করব ইনশআল্লাহ।’

    আরও খবর

    Sponsered content