• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ১২:৩২:৪৭ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সামাদ লালমনিহাট প্রতিনিধি :

    ৯ নভেম্বর ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ৩দিনের জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় লালমনিরহাট জেলা সহ দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রান মুসল্লীরা যোগ দেন। ইজতেমা উপলক্ষে মেরিন’স বাংলাদেশের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।
    চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মেরিন’স বাংলাদেশের চেয়ারম্যান জয়ন্ত কুমার দেব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট বার্তা সম্পাদক গেরিলা লিডার ড এস এম শফিকুল ইসলাম কানু, যমুনা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল। চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম আখেরী মোনাজাত পর্যন্ত চলবে।

    আরও খবর

    Sponsered content