• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় অধিগ্রহণ ছাড়াই খাল খনন! ফসলের ব্যাপক ক্ষতি, কাজ বন্ধ

      পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:- ২৮ মার্চ ২০২৩ , ২:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ

    ভুমি অধিগ্রহণ ছাড়াই পটিয়ায় খাল পুন: খননের কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রান্তিক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতিও করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাউবোর আওতায় বর্তমানে ১১৫৮ কোটি টাকার কাজ চলছে। উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামের চানখালী খাল পুন: খননের নামে স্থানীয় কৃষকের ফসলি জমির মাটি কেটে ও খালের রূপও পরিবর্তন করা হয়েছে।

    এতে নষ্ট করা হয়েছে লেবু বাগান, আম বাগান, কলা বাগান, লিচু বাগান, মরিচ ও বেগুন ক্ষেত। এ ব্যাপারে ২৮মার্চ (মঙ্গলবার) সকালে ক্ষুব্ধ কৃষক-জনতা খাল খনন কাজ বন্ধ করে দিয়েছে। পরে তারা পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

    স্বারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভূমির মালিক ও ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, আবদুল মালেক, জালাল আহমদ, মহিউদ্দিন, নুরুল আলম, আবদুল রহমান, আবুল হোসেন, আবদুল ছালাম, নুরুল আমিন, হারুন রশিদ, মো: নাসির, নুরুল আলম, আহমদ নবী, নুরুল আজিম প্রমুখ।

    ভুক্তভোগীরা অভিযোগ করেন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিস্কাশন সেচ প্রকল্পের অধীনে উপজেলার গরুলুটা খাল, চানখালী-কেরিঞ্জা খাল, চৌধুরী আহলা খাল, জঙ্গলখাইন খাল পুন: খননের কাজ বর্তমানে চলছে। প্রায় ৯ হাজার মিটার খাল খননের কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাবর-জামান (জেভি)। দিনে ও রাতে স্ক্যাবেটর দিয়ে কৃষকের ফসলি জমির মাটি কেটে লুটের পাশাপাশি খালের রূপ পরিবর্তন করা হয়েছে। অভিযোগ ওঠেছে, উপজেলার

    চানখালী-কেরিঞ্জা খাল খননের নামে বর্তমানে কৃষকের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। পূর্বের খাল পরিমাপ না করে স্কেবেটর দিয়ে লেবু বাগানসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলায় লোকজন ক্ষুব্ধ। পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসে ফসল নষ্ট করায় মঙ্গলবার সকালে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এর পর পরেই এলাকার বেশ কিছু কৃষক ক্ষোভ প্রকাশ করেন। খালের মাটি কেটে পাচারের অভিযোগে ইতোমধ্যে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ইতোমধ্যে ৫টি পিকআপ জব্দও করে।

    কাউন্সিলর গোফরান রানা জানিয়েছেন, উপজেলার করল গ্রাম এলাকায় তাদের পৈত্রিক বেশ কিছু জায়গা রয়েছে। ওই জায়গার পাশ ঘেঁেষ চানখালী-কেরিঞ্জা খাল। এ খালটি বর্তমানে পুন: খননের কাজ শুরু হলেও ভুমি অধিগ্রহণ না করে তাদের ও কৃষকের শতশত একর ফসলি নষ্ট করা হচ্ছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ। কিন্তু একটি প্রভাবশালী মহল সাধারণ লোকজন ও কৃষককে ভয়ভীতি দেখিয়ে রাতের আধারে কৃষকের ফসলি জমি কেটে নেওয়া হ”েছ বলে অভিযোগ করেন।

    পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল জানিয়েছেন,খাল পুন: খননের নামে চানখালী-কেরিঞ্জা খালের পাশে কৃষকের ফসলি জমি নষ্ট ও দখল করা হচ্ছে। ইতোমধ্যে এলাকার অসংখ্য কৃষক নিরুপায় হয়ে স্মারকলিপি প্রদান করেছেন। বিষয়টি তিনি চট্টগ্রাম জেলা প্রশাসককে অবহিত করেছেন। কোনভাবেই কৃষকের ফসলি জমি নষ্ট করা যাবে না।

    আরও খবর

    Sponsered content