• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ বাঘা থানার ওসি খায়রুল ইসলাম

      মো : আকাশ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৪:০০:২৮ প্রিন্ট সংস্করণ

    বুধবার (১২ এপ্রিল২০২৩) তারিখ সকাল ১১ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রীল শেডে রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।এবারও বাঘা থানা জেলার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন নবাগত ওসি মো,খায়রুল ইসলাম সহ সকল অফিসারগন। ৮ মার্চ ২০২৩ ইং বাঘা থানায় সদ্য যোগদানকৃত ওসি মোঃখায়রুল ইসলাম পুরস্কারের সন্মাননা স্মারক গ্রহন করেন পুলিশ সুপারের নিকট হতে। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) । এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ, ফোর্সবৃন্দ ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত সকলের প্রস্তাবনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ জনগণ যাতে কোন ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করণের নির্দেশনা দেওয়া হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়।

    সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বাঘা থানায় যোগদানের পর থেকে এলাকায় মাদক সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম্য কমেছে। পুলিশি সেবাগ্রহীতাদের সেবার মান বৃদ্ধি সহ, সন্ত্রাস, ইমু হ্যাকার আটক এবং বিভিন্ন অভিযানেও সফল হয়েছেন তিনিসহ তার অধীনস্ত অফিসারগন। বাঘা থানাকে মাদকমুক্ত থানা হিসেবে ঘোষণা দেন ওসি খায়রুল ইসলাম । এরই মধ্যে মাদক কারবারি ও সেবনকারীসহ হ্যাকারদের মনে আতঙ্ক সৃষ্টি করেছেন তিনি।

    নবাগত ওসি মো,খায়রুল ইসলাম বলেন, ‘পুলিশ জনগণের সেবক। আমিও নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি গর্বিত পুলিশ বাহিনীতে চাকুরী ফলে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছি।বাঘা থানা আমার প্রথম অফিসার ইনচার্জ ওসি হিসেবে অর্পিত বড় দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চাই।এজন্য বাঘা থানাধীন সকলের সহযোগিতা চাই। আর এই বিষয়টি মাথায় রেখে আমি আমার দায়িত্বটুকু পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করিছি।

    আরও খবর

    Sponsered content