• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    কুড়িগ্রাম জেলা পুলিশের ১২ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ১২:১২:৫৮ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি, মোঃমোরশেদ হাসান লালু

    স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে ০৬ দিন মেয়াদী কুড়িগ্রাম জেলা পুলিশের ১২ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    এরই ধারাবাহিকতায় পুলিশের অভ্যন্তরিন শৃঙ্খলা ও সন্মানিত নাগরিকের পূর্বের থেকে আরো বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে অদ্য ২৬ হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখ ০৬ দিন মেয়াদী ১২ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম ওহিদুন্নবী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে বিভিন্ন প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। আগত সময়ে কোন অপশক্তি যেন সদাশয় সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে সেই লক্ষ্যে কাজ করার ও একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গঠনে ভূমিকা রাখার আহবান করেন।

    আরও খবর

    Sponsered content