• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    নাইক্ষ‍্যংছড়ির ফাত্রাঝিড়িতে তিব্র খাবার পানির সংকটে গ্রামবাসি

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৪:৩০:৪২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান :

    রেজুর ফাত্রাঝিরি এলাকায় খাওয়ার পানির সংকটের প্রতিবাদ করেছেন স্থানীয়রা ১৪ এপ্রিল শুক্রবার বিকেল ৫টার সময় পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়ন অধিনস্থ ৮ নং ওয়ার্ডের রেজু ফাত্রাঝিরি বাজারে পানির সংকটের কারণে প্রায় ২০ জনের মত স্থানীয় বাসিন্দারা এলাকা জুড়ে খাবার পানির তিব্র সংকটের কারণে প্রতিবাদ করেন।
    নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন ৮ নংওয়ার্ড রেজু ফাত্রাঝিরি এলাকাটির দৈর্ঘ্যে ০৮.০০ কিঃ মিঃ। এই আট কিলোমিটার জুড়ে গ্রীষ্ম কাল আসতেই দেখা দেয় খাওয়ার পানির সংকট, তারই ধারাবাহিকতায় দীর্ঘ এক মাস ধরে খাওয়ার পানির সংকটে ভুগছে স্থানীয় সাধারণ জনগণ। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মংবাঅং চাকমার বলেন, এই পাহাড়ি এলাকায় ১০ থেকে ১২ টি নলকূপ রয়েছে, এইসব নলকূপের গভীরতা ৩০ থেকে ৩৫” ফুট” অল্প গভীরতার কারণে গ্রীষ্ম কাল আসলে ৬ থেকে ৭টি নলকূপ শুকিয়ে যায়, বাকি ৪ থেকে ৫ টি নলকূপ পানি মিলে দৈনিক ৩০থেকে ৫০ লিটার, যা এলাকায় মানুষের ১০% লোকজনের চাহিদাও মিটেনা। স্থানী অনেকেই বলেন বিগত সময় গ্রীষ্ম কাল আসলে পাহাড়ের পাদদেশে গর্ত করে পানি সংগ্রহ করতো উক্ত এলাকায় বসবাসকারীরা -কিন্তু এখন ঐসব জায়গায় আর পানি পাওয়া যাচ্ছে না- কারণ হিসেবে তারা বলেন অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য সমস্ত বন আঞ্চলের কাঠ কেটে বিরাণ ভূমিতে পরিণত করার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবী দ্রত পানি ব্যবস্তা করার জন্য সংশ্লিষ্টের কাছে জোর দাবী করেণ।
    স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেন ৮ কিঃমিটার জুড়ে স্থায়ীভাবে পানির ব্যবস্তা করতে মাত্র ১৭ লক্ষ টাকা খরছ করা হলে মোটামুটি ভাবে মিটে যেত চলমান পানির সমস‍্যা।

    আরও খবর

    Sponsered content