• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    নবীগঞ্জের উত্তর পূর্বাঞ্চলকে মাদক, জুয়া ও চুরি সহ অপরাধ

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ১১:১১:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহফুজ মিয়া, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি:-

    মাদক, জুয়া,জঙ্গি, যৌতুক, বাল্য বিবাহ্, নারী নির্যাতন প্রতিরোধ ও চুরি সহ সার্বিক আইনশৃংখলা রক্ষার্থে নবীগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্টান সম্পন্ন হয়েছে।  নবীগঞ্জ উপজেলার দীঘল বাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে রোববার (১৬ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার অধীনস্থ দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বোয়ালজুর গ্রামে আব্দুল গফ্ফার শাহীন মিয়ার বাড়ীতে ও তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাহ্ সুলতান আহমদ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুসলেহ উদ্দীন আহমেদ। এসময় এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এস.আই ফজলুল হক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বিচারক মোঃ আবির মিয়া, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, মাওলানা মোশাহিদ মিয়া, আব্দুস সালাম,সেলিম মিয়া সহ আরো অনেকেই। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদক সন্ত্রাসের সঙ্গে কোনো আপোষ নেই। যে বা যাহারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে৷ এদিকে সম্প্রতি সময়ে ওই এলাকায় কৃষকদের ঘন ঘন গরু চুরির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন এতে যাহারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত অনুযায়ী অচীরেই কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে, অপরাধ করে কেহই রেহাই পাবেনা। নবীগঞ্জের উত্তর পূর্বাঞ্চলকে মাদক, জুয়া ও চুরি সহ অপরাধ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এই নবাগত ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দীন আহমেদ।

    আরও খবর

    Sponsered content