• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    শ্রীমঙ্গলে ০২ ধর্ষক গ্রেফতার ০৩ জন পলাতক

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৮:০৮:১৭ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ

    মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ০৫ নং কালাপুর ইউনিয়ন মাজদিহি চা বাগানে নিয়ে রাতে স্থানীয় যুবক ও সিএনজি ড্রাইভারসহ ০৫( পাঁচ) জন মিলে পালাক্রমে ধর্ষণ মামলার আসামী ০২ জন গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক তাদের জবানবন্দি প্রদান করেছেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক( অপারেশন) এ কে এম ফজলুল হক। ভিকটিম সালমা ( ছদ্মনাম) নিজে বাদী হইয়া এজাহার দায়ের করিলে শ্রীমঙ্গল থানায় একটি গণ-ধর্ষণ মামলা রুজু হয়েছে।

    বিগত১৪/০৪/২০২৩ইং তারিখ ইফতারের পর ভিকটিম সালমা- ছদ্মনাম (২৩) সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার হইতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন তাহার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করতে ছিলেন। তখন আসামী সিএনজি ড্রাইভার সেলিম তাহার সিএনজি নিয়া ভিকটিমের সামনে আসিয়া তাহাকে মৌলভীবাজার চাঁদনী ঘাটে আনিয়া কুলাউড়ার বাসে তুলে দেওয়ার কথা বলিয়া সিএনজিতে উঠায়। আসামী সিএনজি ড্রাইভার সেলিম ভিকটিমকে কথা মতো চাঁদনী ঘাটে না নিয়া ১৪/০৪/২০২৩ইং তারিখ রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজারে নিয়ে আসার পর আসামী সিএনজি ড্রাইভার সেলিম তাহার সিএনজি গাড়িটি থামায় তখন আসামী সিএনজি ড্রাইভার সেলিম এর সহায়তায় পূর্ব হইতে ভৈরবগঞ্জ বাজারে থাকা ০৫জন আসামী ভিকটিমকে সালমা( ছদ্মনাম) মাজদিহি চা বাগানে নিয়া ১৪/০৪/২০২৩ইং তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকা হইতে ১০.৩০ ঘটিকা পর্যন্ত জোর পূর্বক ভাবে পালাক্রমে ধর্ষন করেছে।

    শারীরিক নির্যাতন ও ধর্ষণ সংবাদ প্রাপ্ত হইয়া মাত্র তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার শ্রীমঙ্গল থানার সার্বিক দিক নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) এ,কে,এম ফজলুল হক অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া সিএনজি চালক ১। সেলিম (৩৩),পিতা-মৃত মতলেব মিয়া, সাং-মতিরগাও, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট ২। হৃদয় নুনিয়া (২০), পিতা-রামগবিন নুনিয়া , সাং-মাজদিহি চা বাগান, ৪নং লাইন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

    শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক( অপারেশন) এ কে এম ফজলুল হক বলেন এক নারীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে অভিযোগে ০২ জনকে মামলা নং ২১,ধারা নারী ও শিশু নির্যাতন দমন, ২০০০( সংশোধিত ২০২০) এর ৯(৩)/ ৩০ ধারানুযায়ী আইনানুগ পূর্বক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পুলিশ স্কটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। আরও ০৩ জন আসামী পলাতক অবস্থায় রয়েছে ও তাদের গ্রেফতারকৃত চলমান অব্যাহত রয়েছে।১৫/০৪/২০২৩ইং তারিখ আসামীদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইলে আসামী হৃদয় নুনিয়া মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছি।

    আরও খবর

    Sponsered content