• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু

      মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ১৭ এপ্রিল ২০২৩ , ২:৪৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি রাইতি নড়াইল গ্রামের মাদকাসক্ত ছেলে আব্দুল কব্দুস (৪৫) নামের হাতে তার মা বৃদ্ধা কুলসুম বেগম গলাটিপে হত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার(১৭ই এপ্রিল)আনুমানিক সকাল ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামের আব্দুল কব্দুস (৪৫) নামের ব্যক্তির বসত-বাড়ীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস(৪৫) নামের ব্যক্তি সে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল কুদ্দুস(৪৫) নামের ব্যক্তি সে একজন চিহৃিন্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। সে দীর্ঘদিন ধরে তার বসত -বাড়ীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। অভিযুক্ত মাদকাসক্ত আব্দুল কব্দুস(৪৫) ব্যক্তি সে প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে তার বাড়ি এসে পরিবারের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন ও মারধর করত। অভিযুক্ত মাদকাসক্ত আব্দুল কব্দুস (৪৫) নামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রীসহ সন্তানরা তার বাড়ি ছেড়ে ওই এলাকার জানিপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করেন। এরপর থেকে আব্দুল কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে মাতাল কুদ্দুস (৪৫) তার মাকে মারপিটের একপর্যায়ে তাকে শ্বাসরুদ্ধকরে গলা টিপে হত্যা করেন। পরে স্থানীয় ঘটনাস্থলে এসে আব্দুল কুদ্দুস(৪৫)কে আটক করে পুলিশে খবর দেয়।

    পলাশবাড়ী থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কুদ্দুস(৪৫)কে আটক করে । লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

    থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল কুদ্দুস(৪৫) নামের ব্যক্তি সে একটি মাদক মামলায় সাজাভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এদিকে এঘটনার পর অভিযুক্ত আব্দুল কুদ্দুসের ছেলে তুহিন মিয়াও স্বীকার করেছেন যে, তার বাবা আব্দুল কুদ্দুস তার দাদীকে গলা টিপে হত্যা করেছেন। এ বিষয়টি নিশ্চিত করেছে, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

    আরও খবর

    Sponsered content