• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    যোগ্যাছোলায় ঐতিহ্যবাহী বলীখেলায় চ্যাম্পিয়ন বলী সাথোয়াইপ্রু মারমা

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৩:২৪:২০ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ি জেলার মানিকছড়ির যোগ্যাছোলায় প্রতি বছর আসর হয় ঐতিহ্যবাহী বলী খেলার। বলীখেলা উপভোগ করার জন্য এ অঞ্চলের মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করে। যোগ্যাছোলা পশ্চিম পাড়াবাসীর আয়োজনে খেলাটি উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় থেকে প্রায় সহস্রাধিক লোকজনের আগমন ঘটে।

    ১৭ এপ্রিল-২০২৩ সোমবার দুপুরের পর থেকে লোকজন আসতে শুরু করেন। বিকাল ৪ টায় উৎসব মুখর পরিবেশে খেলাটি শুরু হয়। এতে স্থানীয় ও বিভিন্ন জায়গায় থেকে আসা বলী সাথোয়াই প্রু মারমা (৩০), মধু কুমার ত্রিপুরা (৪০), উথোয়াইমাং মারমা (৩০), কাশেম মিয়া (২৫), জাপান মারমা (২৮), বিল্লাল হোসেন (৩৫) ও আপ্রুমং মারমা (৩৪) সহ মোট ১৬ জন বলী খেলোয়ার অংশগ্রহণ করে। এবার ১ম বারের মত চ্যাম্পিয়নের মুকুটটি অর্জন করে বলী সাথোয়াইপ্রু মারমা। সাংগ্রাই উদযাপন উপলক্ষে সেখানে সকাল বেলায় মৈত্রী জলবর্ষণ (পানি খেলা) অনুষ্ঠিত হয়। দিনের অন্যান্য সময়ে মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা হয়েছে।

    আয়োজকরা জানান, বহু বছর আগে থেকেই সাংগ্রাই উৎসব উপলক্ষে যোগ্যাছোলায় বলী খেলার আয়োজন করা হয়। করোনা মহামারীতে ২ বছর বন্ধ থাকার পর গত বছর থেকে পুনরায় আয়োজন করা হয় বলীখেলার আসর।

    খেলার শেষে অংশেপ্রু মারমা অংশের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন ও সভার সভাপতি মানিকছড়ি উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি, উ. ক্যজাই কার্বারীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন। বলী খেলার বিজয়ী সাথোয়াইপ্রু মারমা সহ অন্যান্য খেলার বিজয়ীরা।

    আরও খবর

    Sponsered content