• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    গণধোলা ই য়ের শিকার এশিয়ান টিভির সিরাজ, আর টিভির সিহাব, ভুয়া সাংবাদিক জুয়েল রানা

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ৫:৩৬:৫৮ প্রিন্ট সংস্করণ

    ডেক্স  নিউজ সাংবাদিক জয়

    আজ ১২টার দিকে পল্লবীর বাউনিয়াবাধ বি-ব্লক মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে নিউজ করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন সাংবাদিকরা। একপর্যায়ে গণধোলাইয়ের শিকার হন আরটিভির সিটি রিপোর্টার সিহাবুল,এশিয়ান টিভির সিরাজ এবং জুয়েল রানা নামে এক ভুয়া সাংবাদিক।

    স্থানীয়দের মারধরের শিকার হয়ে ভুয়া সাংবাদিক জুয়েল একটি বাসার বাথরুম পালিয়ে আশ্রয় নেয়। এশিয়ান টিভির সিরাজ ও আরটিভির সিটি রিপোর্টার সিবাহুল দৌঁড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধরে ফেলে।

    পরে পল্লবী থানার এসআই আজাদ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ ব্যাপারে এসআই আরমান আজাদ করাপশন ইন মিডিয়াকে জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তিনি ২ জন সাংবাদিক এবং আর এক ব্যক্তিকে উদ্ধার করেন। গণধোলাইয়ের সময় ক্যামেরা ভাঙ্গার অভিযোগ করেছে সাংবাদিকরা। স্থানীয় মুসল্লিরা পুলিশের কাছে দাবি করেছেন, চাঁদা চেয়ে হুমকি ধামকি দিচ্ছিলো সাংবাদিকরা।

    করাপশন ইন মিডিয়া আরটিভি এবং এশিয়ান টিভিতে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে, নিউজ করতে নয় বরং অন্য কোন উদ্দেশ্য সেখানে যায় ছবির এই তিনজন।

    আরটিভির দ্বায়িত্বশীল সূত্র তথ্য দিচ্ছে, ধান্দাবাজি করার জন্য আরটিভি ঢাকা শহরের ভিতর সিহাবুলের মত কয়েকজনকে নিয়োগ দিয়েছে। মোটরসাইকেলে চড়ে ক্যামেরা মাইক্রোফোন নিয়ে এরা ধান্দাবাজি করে। সিহাবুলের মত এইসব সিটি রিপোর্টার কনসেপ্টের জনক আরটিভির সিইও আশিক রহমান।

    আরও খবর

    Sponsered content