• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    বাঙ্গালহালিয়া বাজারে শেষ মুর্হুতে জমেছে ঈদের বাজার,ক্রেতাদের ভীড়

      মিন্টু কান্তি নাথ, রাজস্থলী: ২০ এপ্রিল ২০২৩ , ৪:০৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    আর মাত্র এক হতে দুই দিন পর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। শেষ মুহুর্তে জমে উঠেছে বাঙ্গালহালিয়া বাজারের মার্কেটগুলো।ব্যস্তমুখর সময় পার করছে বিক্রেতারা। ঈদকে সামনে রেখে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন কাপড়ে দোকান ও কসমেটিক দোকান গুলোতে নিত্য নতুন ডিজাইনের কসমেটিক, জুতা, কাপড়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ভরপুর করে তুলেছে।

    তবে ঈদের কেনাকাটার শুরু থেকেই আহম্মদ আলী ও জোসনা বেগম ক্রেতারা জানান চন্দ্রঘোনা ও চট্টগ্রাম শহরের বড় মার্কেট গুলোতে সবকিছুর দ্বিগুণ দাম,তাই বিপাকে পড়েন গ্রামাঞ্চলের ক্রেতা। তবে বাঙ্গালহালিয়া দোকান গুলোতে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের লোকজনের জন্য অনেকটা ভরসা হয়ে উঠেছে। কম দামে ছোট ছোট ছেলে-মেয়েদের মানসম্মত কাপড় মিলছে। প্রিয়া গার্মেন্টস,ওয়ান ফ্যাশন এন্ড কসমেটিকস,মদিনা বার্মিজ ক্লথ স্টোর,ইত্যাদি স্টোর,আবু হুরাইয়া,লক্ষী কসমেটিকস।
    দেখা যায়, ঈদকে ঘিরে বাঙ্গালহালিয়া চৌধুরী মার্কেট ও বাজারের রাস্তার আশেপাশে অনেক দোকন গুলোতে পছন্দেরকাপড়,কসমেটিক,জুতাসহ অন্যান্য জিনিসপত্র কিনতে নর-নারী ক্রেতাদের ভীড় যেন চোখে পড়ার মত।
    বাজারের কিছুকিছু দোকানে চোখ জ্বালানো আলোক সজ্জায় ক্রেতাদের দৃষ্টি ফেরাচ্ছে দোকানীরা। বড় বড় দোকান গুলোতে থ্রি পিস হরেক রকম ডিজাইন শো-তে প্রদর্শন করা হয়েছে। ফলে ভাল আর নিন্ম মানের কাপড় সেটি বুঝে উঠতে পারছেন না ক্রেতারা। বড়দের পাশাপাশি ছোটদের কাপড়ের দাম কিন্তু কোন অংশে কম নয়।
    দরদার নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কিও হচ্ছে।
    ২০ এপ্রিল বিকেলে বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন দোকানে ঘুরে এমনটাই চোখে পড়ে।আয়সা আক্তার নামে এক ক্রেতা জানান, পরিবার পরিজনের জন্য কেনাকাটা শেষ মুহুর্তে করতে যাচ্ছি। তবে দাম একটু চড়া মনে হয়।আরেকজন ক্রেতা মো মিরাজ জানান। শহরের বিভিন্ন মার্কেট ঘুরে পছন্দের কাপড় থাকলেও দ্বিগুন দামে ক্রয় করা অসম্ভব। যার ফলে নিজ এলাকায় দোকান গুলো থেকে এবার পরিবার পরিজনের জন্য কেনাকাটার সিদ্বান্ত নিলাম। বাঙ্গাল হালিয়া বাজারে চৌধুরী মার্কেটের ব্যবসায়ী বিকাশ বিশ্বাস বলেন এইবারের মুঠা মুঠি বেচা কিনা ভালো হয়েছে।পনের দিনের মধ্যে আমার ব্যবসাহীরা ব্যস্ত সময় পার করছি। বেচা কিনা ও মোটামুটি ভালো।

    আরও খবর

    Sponsered content