• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পাহাড়ী জনপদ ঈদগড়-বাইশারী সড়ক যোগাযোগ ব্যবস্থার মরন দশা : ভোগান্তি চরমে

      প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ১:৫৩:২৯ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার)

    আঁকাবাঁকা পাহাড়ি জনপদ ঈদগড়-বাইশারী ও ঈদগাঁও  সড়ক যোগাযোগ ব্যবস্থার মরন দশায় পরিণত হয়ে পড়েছে। দীর্ঘকালেও দেখার কেউ না থাকায় ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও যাত্রী সাধারন। জানা যায়, ঈদগড় এলাকা টাটকা সবজিতেই ভরপুর। তরিতরকারী স্থানীয়দের চাহিদা মিটিয়ে দুরদুরান্তে বিক্রি করতেও নিয়ে যায় লোকজন। এমনকি জেলার নানান এলাকা থেকে ছোট-বড় পাইকারী ব্যবসায়ীরা তাজা সবজি কিনতে এই বাজারে সপ্তাহে দুইদিন ছুটে আসে। কিন্তু সড়কে এমন অবস্থা দেখে আসতে অনিহা প্রকাশ করে। পরিতাপের বিষয় যে, প্রায় দীর্ঘ দুই বছর ধরেই ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কের পানেরছড়া ঢালার ভাঙ্গনটি স্থায়ীভাবে সংস্কার না করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। যার ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার পাশাপাশি কদমাক্তে যান বাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভাবে ভোগান্তি পড়ছেন ব্যবসায়ী, শিক্ষার্থী যাত্রীসাধারনসহ নানা শ্রেনী পেশার লোকজন। আর এতে চরম অসন্তোষ প্রকাশ করেন সড়কে চলাচলকৃত যাত্রী ও চালকরা। তারা দ্রুতসময়ে এ ভাঙ্গনটির সংস্কার দেখতে চান। তা না হলেই আসন্ন বর্ষা মৌসুমে সড়কের সাথে ঘেঁষে যাওয়া খালটির সাথে রাস্তা বিলীন হওয়ার আশংকায় রয়েছেন অনেকে। যার কারনে দিবারাত্রী কষ্টের শেষ সীমা থাকেনা। দীর্ঘকাল ধরে ভাঙ্গনটি স্থায়ীভাবে মেরামত না হওয়াতে সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াতকারী ঈদগড়-বাইশারীর হাজার হাজার জনসাধারণ কষ্ট পাচ্ছেন প্রায়শ। দেখার কেউ নেই। বলতে গেল সড়কটি যেন অভিভাবকহীন।

    অন্যদিকে যেখানেই সড়কটি দীর্ঘকাল অযত্নে অবহেলা আর ভাঙ্গায় পড়ে আছে। সেখানেই প্রায়শ ডাকাতি ও অপহরণসহ নানান বিচ্ছিন্ন ঘটনা ঘটে। কিন্তু সাধারণ জনগণ প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করছে উক্ত সড়ক দিয়ে। এই সড়কে চলাচলরত যাত্রীও চালকদের দাবী, বর্ষার পূর্বেই ক্রাইম পয়েন্ট খ্যাত পানেরছড়া ঢালায় ভাঙ্গনকৃত সড়কটি স্থায়ীভাবে সংস্কার করনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। হামিদুল হক নামের এক ব্যবসায়ী জানান, গত দুই বছর পূর্বে পাহাড়ী ঢলে ভেঙ্গে যাওয়া সড়ক টি এখন সংস্কারে আলোর মুখ দেখেনি। আসন্ন বর্ষা পূর্বে স্থায়ীভাবে মেরামত করে যাতাযাতের সু-ব্যবস্থা করা হউক।

    আরও খবর

    Sponsered content