• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    লংগদু সেনা জোনের উদ্যোগে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ৯:১৪:৪৩ প্রিন্ট সংস্করণ

    মো.আলমাগীর হোসেন ,লংগদু(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

    রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু জোনের উদ্যোগে পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা বাজার রাখার পাশাপাশি দরিদ্র অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর ও বিজু উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    মঙ্গলবার (১৮ এপ্রিল) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব অসহায় মানুষের উক্ত খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।
    এতে জোন কমান্ডার লে. কর্ণেল হিমেল মিয়া পিএসস উপস্থিত থেকে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এসময় জোন কমান্ডার বলেন পার্বত্য অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে নানাবিধ সহায়তা গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ- সামাজিক কর্মকান্ড উন্নয়ন পরিচালনায়র মাধ্যমে দেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস অবদান রেখে আসছে।
    এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে মাইনীমূখ আর্মি ক্যাম্প লংগদু জোন এর পক্ষ থেকে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    এসময় জোন কমান্ডার সকলের মাঝে শান্তি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে এধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
    এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় সকল সাব জোন হতে একযোগে সকল এলাকায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
    এসময় সহায়তা গ্রহনকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য যে, উক্ত খাদ্য সামগ্রী সকল সেনা সদস্যদের সঞ্চিত আহার সামগ্রী হতে প্রাদান করা হয়।

     

    আরও খবর

    Sponsered content