• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    ধর্মপাশায় ভূমি দস্যুর দখলে কৃষকের জমি

      প্রতিনিধি ২ মে ২০২৩ , ১০:৪২:০৮ প্রিন্ট সংস্করণ

    সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ভূমি দস্যুর দখলে কৃষকের জমি ও মারধর এর হুমকির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এব্যাপারে অভিযোগ পাওয়া যায়। ৩নং পাইকুরাটি ইউনিয়নের বমলহাটি গ্রামে বাসিন্দা মৃত আব্দুল ওহেদ এর ছেলে মো: সোহেল মিয়ার ৫১ শতাংশ জমি ভূমি দস্যুর দখলে রয়েছে বলে জানাযায়।
    মো: সোহেল মিয়ার ৫১ শতাংশ জমি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে ভূমি দস্যু মো: রতন মিয়া ও মো: সাদেক মিয়া উভয় পিতা মৃত আব্দুল মালেক একই গ্রামের বাসিন্দা।

    কয়েক বার গ্রাম্য আদালতে বাদী ও বিবাদী গণকে সমাধানের জন্য ডাকা হলে বিবাদী সাদেক মিয়া ও রতন মিয়া গ্রাম্য আদালত অবমান্য করে। এ বিষয়ে গত ২৭/০৪/২০২৩ইং তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ধর্মপাশা সুনামগঞ্জ এর শাখায় মো: সোহেল মিয়া একটি আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। সোহেল মিয়া আরও বলেন আমার জমিতে আমি চাষাবাদ করতে গেলে তারা আমাকে মারধর এর হুমকি দেয়। এমতাবস্থায় আমি পয়লা মে ০১/০৫/২০২৩ইং তারিখে ধর্মপাশা থানায় একটি অভিযোগ দায়ের করি। ধর্মপাশা থানার ডিউটি অফিসার মো: সোহেল আহমদ এর সাথে কথা বলল্লে তিনি বলেন আমি সরজমিন এ বিষয়টি নিয়ে দেখেছি এবং বাদি ও বিবাদী গণকে সঠিক কাগজ পত্র দিয়ে জমির মালিকানা নির্ধারণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
    এব্যাপারে ৩নং পাইকুরাটি ইউনিয়ন এর চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন বিবাদী সাদেক মিয়া ও রতন মিয়া উভয় দাঙ্গাবাজ প্রকৃতির, পর-সম্পদ লোভী, ক্ষমতাবান লোক বটে। আমি কয়েক বার ছেয়েছিলাম সমাধান করতে কিন্তু বিবাদী সাদেক ও রতন মিয়া আমার ডাকে সাড়া দেয়নি।
    তিনি বলেন বিবাদী সাদেক ও রতন কে আইনের আওতায় এনে সঠিক শাস্তি দানের দাবি জানান।

    আরও খবর

    Sponsered content