• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    তানোরে অবৈধ সারে সয়লাব বাজার,নেপথ্যে সিন্ডিকেট রাজ্জাক

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ৪:০৩:২৭ প্রিন্ট সংস্করণ

    তানোর প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে পাশ্ববর্তী উপজেলা থেকে সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে চোরাপথে বিভিন্ন প্রকারের রাসায়ানিক সার বাজারজাত করায় উপজেলার বিসিআইসি অনুমোদিত বৈধ সার ডিলার ও খুচরা ব্যবসায়ীগণ চরম বিপাকে পড়েছে বলে অভিযোগ উঠেছে।এদিকে এসব সার আসল-নকল না ভেজাল সেটা বোঝার ক্ষমতা নাই অধিকাংশ কৃষকের। আর কৃষকের এই সরলতার সুযোগ ব্যবহার করে এরা ভেজাল ও নিম্নমাণের সারে এলাকা সয়লাব করে দিচ্ছেন বলেও অনেক সচেতন কৃষক মন্তব্য করেছে। জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারের বিসিআইসির ডিলার আব্দুর রাজ্জাক তানোরের চাঁন্দুড়িয়া বাজারেও বিএডিসির সাব ডিলার হয়ে সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে প্রতিদিন ট্রাক যোগে বিভিন্ন রকমের বিপুল পরিমাণ সার তানোর উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা করছেন। অথচ সার বিপণন নীতিমালায় বলা আছে সারের সংকট দেখা না দিলে এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করা যাবে না। এদিকে
    বাইরের এলাকা থেকে অবৈধ ভাবে প্রতিদিন এভাবে সার আশায় তানোর উপজেলার ডিলার ও খুচরা ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে, তাদের সার তেমন বিক্রি হচ্ছে না। উপজেলার ডিলার ও খুচরা ব্যবসায়ীরা জানান, বাইরের এলাকা থেকে এভাবে চোরাপথে সার আসলে তাদের সার তারা কার কাছে বিক্রি করবেন, আবার সার বিক্রি করতে না পারলে
    তারা নিয়মিত সার উত্তোলন কিভাবে করবেন। তারা বাইরের উপজেলা থেকে সার আশা বন্ধের জন্য সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে বিসিআইসির সার ডিলার আব্দুর রাজ্জাক বলেন,তানোরের সার ডিলাররা ঠিকমতো সার আমদানি করতে পারে না, সেই জন্য তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুরোধে আমি তানোরে সার দিয়ে কৃষকের সংকট দুর করার চেষ্টা করি। আমি তানোরে সার না দিলে কৃষি কর্মকর্তার চাকরি থাকবেনা বলে তিনি জানান। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ডিলার রাজ্জাকের বক্তব্য অস্বীকার করে জানান,তাকে তানোরে সার দিতে অনেকবার নিষেধ করেছি, তার পরেও তিনি অলৌকিক ক্ষমতার প্রভাব খাটিয়ে চোরাপথে তানোরে সার দিয়ে চলেছেন। তবে ঈদের পরে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    আরও খবর

    Sponsered content