• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হানিফ ফ্লাইওভার

      সাংবাদিক জয়: ২৭ মার্চ ২০২৩ , ৮:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

    রাজধানীর কাপ্তানবাজার ও জয়কালী মন্দিরের কাছাকাছি হানিফ ফ্লাইওভারের নিচে অস্থায়ী দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সুইপার কলোনিতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

    সোমবার (২৭ মার্চ) ভোর পাঁচটায় ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুনে হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা পরীক্ষা করে দেখবো কতটা ক্ষতি হয়েছে।
    তিনি জানান, হানিফ ফ্লাইওভারের নিচে ওই অংশে দুটি শেডে সুইপারদের ৪২টি ঘর ছিল। এর মধ্যে ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। বর্তমানে যারা এখানে বসবাস করছে, তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তা না হলে ভবিষ্যতেও এমন আগুনের ঘটনা ঘটবে।
    মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, টিনশেড মার্কেটে আগুন লাগে। সেখানে অনেক পুরনো দাহ্য পদার্থ ছিলো। এ ছাড়া গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হতো। আমরা প্রথমেই চেষ্টা করেছি আগুন যেন ছড়িয়ে না পড়ে।
    এই কর্মকর্তা বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করছি, কলোনির কোনও পাক ঘর থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এর আগে রোববার (২৬ মার্চ) দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে ওই আগুন লাগে।
    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসেন দোলন জানিয়েছেন, ৩টা ২৬ মিনিটে একটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

    আরও খবর

    Sponsered content