• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    চট্টগ্রামে বিভিন্ন পর্যটক স্থানে ভ্রমন প্রেমির ভীড়

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ৩:৪২:৪৮ প্রিন্ট সংস্করণ

    আহমদ রেজা, চট্রগ্রাম প্রতিনিধি:-

    আজ ঈদের তীতৃয় দিন আত্মীয় স্বজনদের ঈদের খুশি শেষে পরিবার পরিজন নিয়ে ভীড় জমান বিনোদনের স্থানের ভ্রমন প্রেমিরা। সারা দিনে ব্যস্ততার মাঝে পযর্টকরা সময় নিচ্ছেন পরিবার বন্ধুদে নিয়ে। চট্রগ্রাম সহ বিভিন্ন পযর্টক স্থানের পরিদর্শন করে আনন্দ উপভোগে মেতে উঠছে।

    কেউ কেউ বন্ধু নিয়ে গানের আসর আবার কেউ করছেন টিক টক।সেলফিতে নিজের ছবি তুলে ফেইস বুকে আপলোড করছে।
    পযর্টক প্রেমিদের পরিবার বর্গের সাথে ট্রেডি বিয়ার নিয়ে সেফিতে ব্যস্ত।
    পরিদর্শন স্থান গুলোতে উপচে পরা ভীড় জমাচ্ছেন বিভিন্ন পার্ক ও যাদুঘর ও শিশুপার্ক বিনোদনকারী স্থানে আমেজে পযর্টকরা।
    চট্রগ্রাম সহ বিনোদন স্থান জুড়ে রয়েছে। কক্সবাজার,স্বাধীনতা কমপ্লেক্স, জাতীয় শিশুপার্ক,ফয়েজ লেক, ক্যফে২৪ ,আনেয়ারা পারকী বীচ, পতেঙ্গা সী- বীচ, বাশখাঁলী ইকু পার্ক সহ ছোট ছোট বিনোদন মূলক স্থানে পযর্টকদের ভীড়। কিছু কিছু পযর্টক রিকেট উম্মোক্ত থাকলো ও জাতীয় পর্যায়ে টিকেটের নিয়ম রয়েছে।
    তাছাড়া পযর্টক দের বিনোদন মূলক স্থানের বিষয় জানতে চায়লে জানান আমরা সব সময় পরিবারে বন্ধুদের সাথে সময় দিতে না পারলে। এবার কিন্তু দীর্ঘ ছুটি পাওয়ায় সবার সাথে আনন্দ উপভোগে মেতে উঠে। নিজের অনেক খুশি লাগছে। আরো ভালো লাগলো কোরনায় নিষিদ্ধতা কারনে গত বার বেড়াতে না পারায় এবার সব আত্মীয় স্বজন দের সাথে দেকা করতে পেরে অনেক আনন্দ লাগছে। এবার তেমন বৃষ্টি বর্ষা না থাকলে গরমে তাপমাত্রা বেশি থাকায় বিকালের রোদে বীচে এসে সু্ূর্য ডোবা দেখে ফেরবো বলে জানান ভ্রমণ প্রেমিরা।
    কিছু কিছু স্থানে যানজট থাকলেও তা নিরাসনের জন্য কঠোরতা ব্যবস্থা গ্রহন করছে প্রশাসন ও পযর্টক রক্ষণাবেক্ষণ কর্মীরা পযর্টক সহ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রয়েছে ট্রুরিস্ট পুলিশ, বন্দর ফাঁড়ি পুলিশ, বীচ কমিটি, সে সাথে আনোয়ারা পযর্টন কেন্দ্রে দায়িত্বরত এস আই আবদুল ওয়াহাব জানান পযর্টকদের নিরাপাত্তার টোহলদার পুলিশ পর্যাবেক্ষণে রয়েছে। কারণে ঈদের দীর্ঘ ছুটিতে পরিবারবর্গে সাথে ভীড় জমান ভ্রমণ প্রেমিরা।
    তাছাড়া নজরদারী রয়েছে অপরাধ দমনের সিভিল ফোর্স। সেই সাথে যানজট নিরাসনের ব্যবস্থা। আমরা নিজের
    দায়িত্বে পর্যাটকদের নিরাপাত্তার বিষয় চিন্তা করে ৭ টার পর পযর্টকদের নিজ নিজ দায়িত্বে গৌনতব্যে ফেরার নির্দেশনা দেন।

    আরও খবর

    Sponsered content