• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৪টি বাড়ি পুড়ে ছাই

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ৭:৩০:৪০ প্রিন্ট সংস্করণ

    মোঃরুস্তম আলী, নাটোর প্রতিনিধি:

    নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের উত্তরপাড়ায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ২৪ টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে । আজ রবিবার আনুমানিক বিকাল ৫:১৫ ঘটিকার সময় রান্নাঘর হতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।এলাকাবাসী জানায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত । প্রথমে এলাকাবাসী তাদের নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২.৩০মিঃ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।নাটোরের ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সর উপসহকারী পরিচালক একে এম মোরশেদ ও এলাকাবাসী জানান উপজেলা বাসিলা উত্তর পাড়া গ্রামের কৃষক খলিলের বাড়ি রান্নার সোলার আগুন থেকে ঘরে আগুন ধরে পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে প্রায় ২৪টি বাড়ি পুড়ে যায় এবং চব্বিশটি বাড়িতে থাকা আসবাবপত্র কৃষিপণ্য খাদ্যদ্রব্যপুড়ে ভস্মীভূত হয়ে যায়।পরে ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে নাটোর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্য প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ১। উজির ২। নাজির ৩। হাকিম ৪। মুক্তার ৫। খলিল ৬। আনসার ৭। সেফাত ৮। হাতেম ৯। আফসার ১০। হাবিল সহ প্রায় ২৪ জনের বাড়ি ও বাড়িতে থাকা সমস্ত কিছু সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে।এ বিষয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন ক্ষতির বিষয় এখন বলা সম্ভবনা আমরা আগামীকাল বিষয়টা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।

     

    আরও খবর

    Sponsered content