• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    অভয়নগরে ঘেরে ট্যাবলেট দিয়ে মাছ চুরির সময় আটক ১

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১:৩০:৪৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগরে একটি ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ চুরির সময় জয়দেব রায় নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আটক জয়দেব রায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামের বরীন রায়ের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামের মনির হোসেন শেখ, লাভলু শেখ ও নীলরতন গোলদারসহ অনেকে ওই গ্রামে ঘেরে মাছ চাষ করে আসছেন। দীর্ঘদিন ধরে এই চক্র গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ চুরি করে আসছে। এই চক্রকে হাতেনাতে ধরার জন্য ঘের মালিকরা পাহারা বসায়।অবশেষে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একই গ্রামের জয়দেব রায় ও তার সঙ্গীরা মিলে ওই এলাকার সুরেশ বিশ্বাসের ঘেরে গ্যাস ট্যাবলেট দিচ্ছিল। বিষয়টি টের পেয়ে ঘের পাড় থেকে জয়দেব রায়কে তিনটি গ্যাস ট্যাবলেটসহ আটক করে স্থানীয়রা । এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় । মাছ চাষী সুরেশ বিশ্বাস জানান,চুরির উদ্দেশ্যে আমার ঘেরে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে। আমাদের এ অপূরণীয় ক্ষতির জন্য পুলিশের সহযোগিতা কামনা করছি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে সত্যতা স্বীকার করেছে। মামলা হয়েছে। অন্যান্য আসামীদের ধরার জন্য অভিযান চলছে।

    আরও খবর

    Sponsered content