• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    কয়রায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো উপজেলা ছাত্রলীগ

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১০:৪৭:৪৬ প্রিন্ট সংস্করণ

    এস এম আছাফুর রহমান, খুলনা জেলা প্রতিনিধি

    চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ। তারই অংশ হিসেবে কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের কৃষক শেখ রজব আলীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার নেতা কর্মীবৃন্দ।।

    বুধবার (২৬ এপ্রিল) কয়রা উপজেলার সদর ইউনিয়নে ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু। এসময় এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদাউস আহমেদ,শেখ জুবায়ের,সাবেক বাগালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বাগালী ইউনিয়ান ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান শুভ, ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আরাফাত হোসেন, আশরাফ, ইমরান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
    কৃষক শেখ রজব আলী বলেন, কয়রা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা তীব্র রোদে পুড়ে ধান কেটে ছাত্রলীগ কর্মীর ঘরে তুলে দিয়েছেন।
    আমি অবাক হয়েছি তাদের এই মহানুভবতা দেখে এর আগে ও উপজেলা ছাত্রলীগ এর সভাপতি টিংকু এর নির্দেশ এ পাগল অসহায় দারিদ্র্যের পরিবারের খাবার বিতরণ করেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ করেন, অসহায় দের চিকিৎসার জন্য অর্থ দেন,তার পাশে গেলে আমাদের সকল ভাবে সাহায্য করেন,এমন ছেলে প্রত্যেক ঘরে দরকার ভেউ ভেউ করে কেঁদে বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু বলেন, বৈশাখের প্রচণ্ড তাপপ্রবাহে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশনায় অসহায় ছাত্রলীগ কর্মী জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। যতদিন পর্যন্ত কৃষকের শ্রমিক সংকট থাকবে ততদিন ছাত্রলীগ এই ধান কাটা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content