• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে- পুলিশ সুপার,বগুড়া

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৪:১২:৪৩ প্রিন্ট সংস্করণ

    কাওসার মিয়া দিপু বগুড়া প্রতিনিধি:

    বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠান মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের লক্ষ্য শুধুমাত্র জিপিএ-৫ পাওয়া নয়, সবার আগে নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করতে হবে। দীর্ঘ দশ বছর যাবৎ পড়াশুনা শেখানোর পাশাপাশি শিক্ষকেরা তোমাদের মনুষ্যত্ব জাগ্রত করতে শ্রম দিয়ে গেছেন। একজন মানুষ তার জীবনে মানুষের জন্য কি করলেন সেটাই তার বড় সফলতা। নিজেদের এমনভাবে গড়ে তোলো যাতে আশেপাশের সবাই তোমার মাধ্যমে আলোকিত হতে পারে৷ তোমাদের আলোতেই সকল অন্ধকার দূর হবে।’

    তিনি আরও বলেন, ‘এসএসসি পরীক্ষায় তোমাদের ভাল ফলাফলের মাধ্যমেই ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যেতে আত্মবিশ্বাস বাড়বে। স্মার্ট বাংলাদেশের সবচেয়ে নাগরিকেরা হল তরুণ-তরুণীরা। তোমাদের হাতেই স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। দেশপ্রেম জাগ্রত করে দেশকে উন্নত রাষ্ট্রে পৌঁছে দিতে তোমরাই অগ্রণী ভূমিকা রাখতে পারো।’

    প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান আলী ও সাইরুল ইসলাম, কলেজ শাখা ইনচার্জ সহকারি অধ্যাপক এ এস এম সালাউদ্দিন, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি প্রভাষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রাথমিক শাখার ইনচার্জ আলেয়া খাতুন এবং অতিরিক্ত পাঠদান পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৌস আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আল আমিন।

    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

    আরও খবর

    Sponsered content