• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ২২(বাইশ) বোতল বিদেশী মদ সহ সিএনজি গাড়ী উদ্ধার

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৭:১৬:০৬ প্রিন্ট সংস্করণ

    অজিত দাস,ব্যুরো চীফ সিলেট প্রধান :

    অলক কান্তি শর্মা, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা ও মোহাম্মদ মঈন উদ্দিন, অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম, কং/১০৫৭ নিদুলা রানী, কং/১৭২০ চন্দনা রানী চৌধুরী, ড্রাইঃ কং/১৪৫৯ রতন সকলেই এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট এবং এএসআই(এবি)/ ৪৬৫ মোঃ কাউছার আলম সরকার, কং/৩০২১ জয়কান্তি দেব, উভয়েই বড়শালা পুলিশ ক্যাম্প, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্ট সামাদ এর বসতবাড়ীর সামনে সরকারী পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি পরিচালনা কালে ০১টি অনটেষ্ট সিএনজি অটোরিক্সা গাড়ী থামানোর জন্য সিগন্যাল দেওয়া মাত্রই গাড়ীটি উক্ত স্থানে রাখিয়া সিএনজি গাড়ীর ড্রাইভার ও অজ্ঞাতনামা ১ জন ব্যক্তি দৌড়াইয়া পালাইয়া যায়।

    তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে অজ্ঞাতনামা আসামীদের ফেলে রেখে যাওয়া সিএনজি গাড়ী তল্লাশি করিয়া (ক) ০১টি লাল-কালো চেক কাপরের ব্যাগের ভিতরে রক্ষিত ২০(বিশ) বোতল বিদেশী মদ, যাহার গায়ে খোদাই করা ইংরেজীতে MAGIC MOMENTS, GRAIN VODKA লেখা আছে। যাহার প্রতিটি বোতলে তরলে পরিমাণ ৭৫০মি.লি. করে, ২০ বোতলে মোট (৭৫০X২০)=১৫০০০ মি.লি এবং ০২(দুই) বোতল বিদেশী মদ, যাহার গায়ে খোদাই করে ইংরেজীতে MASTER BLENDERS, SIGNATURE, WHISKY লিখা আছে, যাহার প্রতিটি বোতলে তরলের পরিমাণ ৭৫০মি.লি. করে, মোট (৭৫০X২)=১৫০০ মি.লি। সর্বমোট ২২ বোতল বিদেশী মদের ওজন (১৫০০০+১৫০০)=১৬৫০০মি.লি অর্থাৎ ১৬.৫ লিটার এবং মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত (খ) ০১টি সবুজ রংয়ের TVS কোম্পানীর ON TEST সিএনজি (অটোরিক্সা), যাহার ইঞ্জিন নং-AK4DT4318555, চেসিস নং- উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে উক্ত বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৭, তাং-২৫/০৪/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়। উক্ত মামলাটি তদন্তাধীন।

    আরও খবর

    Sponsered content