• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মতবিনিময় সভা করেছে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৫:১১:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহী:-

    রাজশাহীতে আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    শুক্রবার বিকেলে নগরীর পদ্মাপাড়ের মুক্তমঞ্চ এলাকায় আগত দর্শনার্থীদের মাঝে বিগত সময়ের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন রাজশাহী মহানগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    এসময় রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও খায়রুজ্জামান লিটনকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়৷

    গণসংযোগ শেষে ‘নোঙর’ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী সিটি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। সভা থেকে আগামী নির্বাচন পর্যন্ত সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন টিম হয়ে গণসংযোগ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

    মতবিনিময় সভায় রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা শাহেন আলী শাহ শোভার সভাপতিত্বে বক্তব্য রাখেন; রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম রশিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দীন মোহাম্মদ, সাবেক প্রচার সম্পাদক রোকনুজ্জামান রোকন, জামাত শিবিরের নৃশংস হামলার শিকার আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য অরবিন্দ দত্ত বাপ্পী, সাবেক সহ-সম্পাদক আশিক হোসেন দিপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হোসেন বিপ্লব, রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ, নাইম রহমান নিবিড়, রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, সাবেক সমাজসেবা সম্পাদক শাওন সরকার, রুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুব্রত কুমার ঘোষ জনি, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ববিন খান, মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ঝিলিক, সাবেক উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক শান্তা শেখ, বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন, শাহ মখদুম থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির নুর মাসুদ, মতিহার থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুল্লাহ মাহমুদ দীপ।

    যৌথভাবে সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অরবিন্দ দত্ত বাপ্পী ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা।

    গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর, রাবি ও রুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content