• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল শোকসভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ১১:৪১:৫২ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় রামগড় উপজেলা আ’লীগ কর্তৃক আয়োজিত স্থানীয় ঈদগাহ ময়দানে ১৫ আগস্ট জাতীয় দিবস উপলক্ষে বিশাল শোক সভার আয়োজন করা হয়।

    ২৪ আগস্ট-২০২৩ বৃহস্পতিবার দুপুরে রামগড়ে উপজেলা আ’লীগ কর্তৃক আয়োজিত ঈদগাহ ময়দানে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সাংসদ ও খাগড়াছড়ি জেলা আ’লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

    এ সময় রামগড় উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক, নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মানিকছড়ি উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম. এ. জব্বার, রামগড় পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল, ১নং রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলমসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    রামগড় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর সঞ্চালনায় অনুষ্ঠানে দীর্ঘ বক্তৃতায় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙ্গালী সকলেই বসবাসের সাংবিধানিক অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।

    অনুষ্ঠানে বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content