• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    ন্যায়-নীতি ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে- চেয়ারম্যান সেলিম

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ২:০৩:১০ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন ও অসাম্প্রদায়িক দেশে পরিণত করেছে। এ দেশের স্বাধীনতার পেছনে বড় অবদান ধর্মীয় মূল্যবোধ। সকল ধর্মীয় আচার ও অনুশাসন সামাজিক মূল্যবোধকে জাগ্রত একটি নান্দনিক রাষ্ট্রের দিকে ধাবিত করে। সকল ধর্মের প্রবক্তারা ন্যায়-নীতি ও মানবিক মূল্যবোধের যে মহান মর্মবাণী রেখে গেছেন তা অনুসরণের মাধ্যমে বতর্মান সমাজ ও দেশকে উন্নয়নের এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান । তিনি গতকাল শনিবার দক্ষিণ ভূর্ষি শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির ১০১ বৎসর পূর্তি ও গীতা সংঘের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুইদিন ব‍্যাপী মহতী ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ ভূষি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফারহানা আফরিন জিনিয়া। বিশেষ অতিথির ছিলেন দক্ষিণ ভৃর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্তী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম। উদযাপন কমিটির সভাপতি নান্টু দেবনাথ এর সভাপতিত্বে ও কাঞ্চন নাথের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্বামী তপনানন্দ গিরি মহারাজ, হরি কৃপানন্দ গিরি মহারাজ, প্রদীপ কুমার দে, পুলক চৌধুরী, ড.লিমন কান্তি শর্মা, কাজল চন্দ্র দে, দেবাশীষ দাশ, মেম্বার অজিত দেবনাথ, মহিলা সদস্য মিলকি চৌধুরী, কালীপদ চক্রবর্তী, তিলক চক্রবর্তী, রনি নাথ, প্রিয়তোষ দে নিমু, চন্দন দেবনাথ প্রমুখ। প্রথম দিনে বিভিন্ন প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং সমাপনি দিবসে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content