• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ভোগীদের নিয়ে কর্মসূচি

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৬:০৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি:-

    পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের পুনর্বাসনের লক্ষ্যে উন্নয়ন মূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১২ এপ্রিল) সকালে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ নং সুন্দরদীঘি ইউনিয়ন ও ১০ নং চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়া সুবিধা ভোগীদের নিয়ে ১০ দিনের আয় ও উন্নয়ন মূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।

    উক্ত আলোচনা সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস কর্মসূচির উদ্বোধন করেন ও পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক চিশতি, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম, ৫ নং সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এবং১০ নং চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান।

    যুব উন্নয়নের সহযোগিতায় চারটি ব্যাচে মোট ১৪০ জন সুবিধা ভোগীকে নিয়ে ১০ দিন ব্যাপী হাঁস মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, সেলাই ও হস্ত শিল্প, পুষ্টি বাগান বাড়ির পাশে খালি জায়গায় জমিতে শাকসবজি এর উপর প্রশিক্ষণ দেয়া হবে।

    প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিমধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। তাদের আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি প্রশিক্ষণ গ্ৰহণের ফলে তাদের আয় বৃদ্ধি হবে এবং সমাজের মূল ধারার সাথে যুক্ত হতে পারবে।

    উল্লেখ্য, মোট ১৮০৩ জনকে উন্নয়ন মূলক প্রশিক্ষণ দেওয়া হবে। ঈদ পরবর্তী সময় বাকি সুবিধা ভোগীদের প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়েছেন দেবীগঞ্জ-উপজেলা প্রশাসন।

    আরও খবর

    Sponsered content