• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সিলেট

    দোয়ারাবাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ৯:০৫:১৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ সুমন আহমেদ, দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:-
    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুরস্থ চকবাজার উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়। নজরুল ইসলাম তারেকের সভাপতিত্বে আজাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৭ নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আমিরুল হক।

    ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিদর্শন করেন উপজেলা পরিষদের সিএ, চকবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, আব্দুল খালেক মাস্টার, আব্দুল্লাহ আল মামুন মাস্টার, ডা. এ আর খোকন, ডা. এনামুল হক ডেন্টিস্ট, ডা. গোপাল চন্দ্র মজুমদার, ডা. জাকির হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য গোলাম হোসেন, দোয়ারাবাজার শাখার সভাপতি বিল্লাল হোসেন, সমন্বয়কারী নূর মোহাম্মদ, ব্যবসায়ী আব্দুল মালেক, ছিদ্দিকুর রহমান, নবজাগরণ সংগঠনের প্রতিনিধি দলসহ এলাকার মুরব্বিগণ।

    বক্তারা উদ্বোধন অনুষ্ঠানে বলেন মফস্বল অঞ্চলে এই ধরণের মানবিক উদ্যোগ মানু্ষের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে। রক্তের প্রয়োজনীয়তা বিপদে পড়লে বুঝা যায়। ফ্রি ক্যাম্পেইনের জন্য সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন এবং মানবিক কাজে আরোও এগিয়ে আসার জন্য পরামর্শ দেন। আল্লাহর অলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মানবিক কার্যক্রমের উদাহরণ উপস্থাপিত হয়। দিনবাপী এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ব্লাড গ্রুপিং নির্ণয় করেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ব্লাড ডোনার্স গ্রুপের স্বেচ্ছা সেবক মোহাম্মদ আব্দুল জলিল ডিএমএফ হেলাল আহমেদ ডিএমএফ, শাহনাজ পারভীন রতনা, পারভীন বেগম, অধীন কুমার দাস, রাজিব দাস, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবীর সোহাগ, মিজানুর রহমান রুহেল, বসুরাম দাস, আলমগীর, শামীম, রুবেল আহমদ সবুজ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content