• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ফুলছড়িতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

      প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ৪:১২:১১ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে ৯জুলাই সংগঠিত মারামারিতে আহত ব্যক্তি মজনু মিয়া (৩৫) নামের এক যুবক গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয়েছে বলে জানা গেছে ।

    বুধবার (১২ জুলাই) উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাউসী (রেললাইন) গ্রামে এঘটনাটি ঘটে।

    থানা সূত্রে জানা যায়, উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাউসী (রেললাইন) গ্রামের মোঃ ইলিয়াছ আলীর ছেলে মোঃ আবু ছাইদ (৩৫)নামের যুবকের সঙ্গে ওই এলাকার মৃত আঃ সামাদ এর পুত্র মজনু মিয়া (৩৫)নামের যুবকের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরি একপর্যায়ে গত ৯ জুলাই সন্ধ্যার দিকে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটির হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আবু ছাইদ উত্তেজিত হয়ে মজনু মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে তার তলপেটে একাধিকবার আঘাত করে। এতে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    পরবর্তীতে তার
    অবস্থা গুরুতর আশংকাজনক হওয়ায় তাকে ঐ দিনেই হাসপাতাল কর্তৃপক্ষ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এঘটনায় নিহতের মা মোছাঃ মনোয়ারা বেগম বাদী হয়ে আবু ছাইদকে একমাত্র আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    এবিষয়টি নিশ্চিত করেছেন,ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রজব আলী জানান, অভিযোগের ভিত্তিতে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত চলমান রয়েছে।

    আরও খবর

    Sponsered content