• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    রাজশাহীতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

      প্রতিনিধি ২ মে ২০২৩ , ৪:৩৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহী:-

    আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সফল রাষ্ট্রনায়ক। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারোও ক্ষমতায় নিয়ে আসতে হবে। আইএমএফের প্রধান দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রীর অভাবনীয় সাফল্যের ভূয়শী প্রশংসা করেছেন। এটি আমাদের দেশের জন্য গর্বের।

    মঙ্গলবার (০২ মে) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরভবনের এ্যানেক্স সভাকক্ষে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নারীদের সম্মান বৃদ্ধিতে সন্তানের নামের সাথে মায়ের নাম যুক্ত করা হয়েছে। সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। সারাদেশে গৃহহীন মানুষের জন্য গৃহের ব্যবস্থার উদ্যোগ যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রশংসনীয় উদ্যোগ। যা বিশে^র কোন দেশই করতে পারেনি।

    তিনি বলেন, শেখ হাসিনা সরকারে আছে বলেই আপনারা ভালো আছেন। তাঁর নেতৃত্বে দেশটা আজ উন্নত হয়েছে। সিটি নির্বাচন এবার ইভিএমে হবে। এ বিষয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেয়া হবে।

    রাসিক মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছেন। এর ফলে রাজশাহীতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আগামীতে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে মাঝারি আকারের গার্মেন্টস কারখানা স্থাপন করা হবে। রাজশাহীতে নৌবন্দর স্থাপনের কাজ অনেক দুর এগিয়েছে। রাজশাহী হতে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চলাচল চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

    সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা। সভায় সঞ্চালনা করেন মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু।

    আরও খবর

    হাতিয়ার বুড়িরচরে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

    রাংগামাটিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষীক সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গৌরীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের লিফলেট নিয়ে সোমনাথ সাহা’র পক্ষে দলীয় নেতাকর্মীদের প্রচারণা অব্যাহত

    পটুয়াখালী-৩ আসনে তৃণমূল আওয়ামীলীগ ও সর্বসাধারণের জনপ্রিয়তার শীর্ষে “আ স ম জাওয়াদ সুজন”

    গৌরীপুরে বিএনপি জামাত এর নৈরাজ্য প্রতিরোধ সোমনাথ সাহা’র নির্দেশনায় আ”লীগের শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি

    দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নবগঠিত কার্যপরিষদ কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

    Sponsered content