• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ইসলাম ধর্মাবলম্বী মেয়েকে বন্দী রেখে সনাতন ধর্ম গ্রহণের অপচেষ্টা

      প্রতিনিধি ৩ মে ২০২৩ , ১২:৫২:৪৮ প্রিন্ট সংস্করণ

    মো: জুয়েল খান, বাগেরহাট জেলা প্রতিনিধ:

    বাগেরহাট জেলার রামপাল থানাধীন গুনাই ব্রিজ সংলগ্ন হালিম পাটোয়ারির ভাড়া বাড়িতে রেশমা নামের এক গৃহবধূকে বন্দী করে সনাতন ধর্ম গ্রহণের জন্য নির্যাতন করা হচ্ছে।
    (স্বামী) মোহাম্মদ রায়হান (৩০) যার পূর্ববর্তী নাম মিলন মন্ডল পিতা জগদীশ মন্ডল (৬৫) মাতা ইরা মন্ডল (৫৭) গুনাই ব্রীজ, ডিগ্রাস, মোংলা, বাগেরহাট। (স্ত্রী) মোসাঃ রেশমা খাতুন (২৪) পিতা কাসেম আলী শেখ (৬৫) মাতা ফরিদা বেগম (৫০) বাঁশতলা,সুন্দরবন ইউনিয়ন, মোংলা, বাগেরহাট। ১৯/০৩/২০১৫ তারিখে পূর্ব পরিচিতি এবং ভালোবাসার সম্পর্কের জের ধরে মিলন মন্ডল কোর্ট এফিডেভিট এর মাধ্যমে তার নিজ ধর্ম পরিবর্তনের করে তার নাম মোহাম্মদ রায়হান নির্ধারণ করে এবং মুসলিম শরীয়ত মোতাবেক রেশমা খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারা উভয়েই পরিবারচ্যুত হয়ে দীর্ঘ আট বছর যাবত ঢাকা শহরে জীবন যাপন করিতে থাকে। সংসার জীবনে তাদের কলজুড়ে আসে একটি কন্যা সন্তান যার নাম দেওয়া হয় মিথিলা মন্ডল (৩)
    হঠাৎ করে জগদীশ মন্ডল সুখৌশলে ছেলে এবং তার পুত্রবধূকে বিভিন্ন কথার ফাঁদে ফেলে নিজ এলাকায় নিয়ে আসে এবং তারা গুনাই ব্রিজ সংলগ্ন হালিম পাটোয়ারীর বাসায় বাসা ভাড়া থাকে জগদীশ মন্ডল বিভিন্ন সময়ে সেখানে আসে এবং ছেলেকে পরামর্শ দেয় পুত্রবধূকে ইসলাম ধর্ম থেকে সনাতন ধর্মে ধর্মান্তরিত করার জন্য তখন মেয়েটি খুবই অসহায় হয়ে পড়ে এবং তাকে বন্দী করে রাখা হয় বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের করে তিনশত টাকার ব্ল্যাংক স্টাম্পে সিগনেচার করিয়ে নিয়ে তাকে জগদীশ মন্ডল বলে তুমি ইতিমধ্যে সনাতন ধর্ম অবলম্বী হয়ে গেছো যা লেখার আমরা এই পেপার সেই লিখে নিব এরই মধ্যে মিলন মন্ডল রেশমা খাতুন কে সনাতন ধর্মের সকল নিয়ম কানুন মানতে জোর জবরদস্তি করে রেশমা খাতুনের তাতে সম্মতি না থাকায় তাকে আবারো নির্যাতন শুরু করে।

    বিভিন্ন সূত্রে জানা গেছে রেশমা খাতুন তার ধর্মত্যাগে একেবারেই সম্মতি নয় এমতাঅবস্থায় রেশমা খাতুন এবং তার স্বামী মিলন মন্ডল ওরফে মোঃ রায়হান উক্ত ভাড়া বাড়িতে অবস্থান করছেন।
    এক্ষেত্রে রেশমা খাতুন প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

    আরও খবর

    Sponsered content