• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    সাঘাটায় ৬টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ২:২৫:৫০ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৯ জুলাই) উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন – গাইবান্ধা -৫ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন এমপি।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিপন এমপি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।এধারাকে বাধাগ্রস্ত করতে একটি মহল দেশে অস্থিতিশীল সৃষ্টি করার পায়তাড়া করছে। কুচক্রী মহলকে প্রতিহত করতে আসন্ন আগামী দ্বাদশ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

    তিনি তার বক্তব্যে আরও বলেন, আমি আমার নির্বাচনি এলাকা সাঘাটা- ফুলছড়ি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করাতে চাই।এসময় আরও উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী,

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায়, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. এস.এম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, সাঘাটা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সুইট, সাবেক কচুয়া ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল ও মফিজুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ০৬টি সড়ক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।

    আরও খবর

    Sponsered content