• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    জাফলং সীমান্ত এলাকায় হাশেম মিয়ার দোকান লুটপাট থানায় অভিযোগ 

      প্রতিনিধি ৩ মে ২০২৩ , ২:০০:০৬ প্রিন্ট সংস্করণ

    সিলেট প্রতিনিধি :

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নতুন বাজার এলাকার মোঃ হাশেম মিয়ার দোকান লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে।

    এ বিষয়ে হাশেম মিয়া বাদীর হয়ে মঙ্গলবার ০২/০৫/২০২৩ ইংরেজি তারিখে গোয়াইনঘাট থানায় কয়েকজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

    অভিযোগে উল্লেখ করা হয়েছে যে পূর্ব শত্রুতার জের ধরে হাশেম মিয়ার দোকান ভাঙচুর ও ৩ লক্ষ ৭৫ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

    অভিযোগ সূত্রে আরো জানা গেছে যে বিগত ৮ মাস আগে হাশেম মিয়া উক্ত অভিযোগের আসামিদের সাথে কোন এক সূত্র পাতে কথা কাটাকাটির ঝগড়া বিবাদ হয়েছিল তখন স্থানীয় এলাকার মুরুব্বিয়ানগণ উভয়পক্ষকে মীমাংসা করে দিয়েছিলেন

    এরপর থেকে উক্ত অভিযোগের আসামিগণ হাশেম মিয়ার সাথে ঝগড়া বিবাদ মারামারি করার জন্য বহুবার চেষ্টা করেছিলেন কিন্তু হাশেম মিয়া নিরীহ মানুষ বলে ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলতেন।

    এক পর্যায়ে মঙ্গলবার দুপুর আনুমান ১১ ঘটিকার দিকে হাশেম মিয়া তাহার দোকানের কর্মচারীকে দোকানে রেখে একটি জরুরী কাজের জন্য বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর অনুমান ১২ টার দিকে দোকান কর্মচারীর ফোনের মাধ্যমে খবর জানতে পারেন যে একদল সন্ত্রাসী (১) ফজল মিয়া (২) আব্দুল জব্বার (৩) ডালিম মিয়া সহ অজ্ঞাত আরো দুই তিন জন মিলে হাশেম মিয়ার দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা বিভিন্ন ধরনের ৮০ হাজার টাকার সিগারেট ৯০ হাজার টাকা মূল্যের দুইটি ফ্রিজ এবং ফ্রিজে থাকা প্রায় ত্রিশ হাজার টাকার মূল্যের মালামাল ও দোকানের গ্লাস ভাঙচুর প্রায় আরো ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ অভিযোগে উল্লেখ করেছেন বলে জানা গেছে।

    স্থানীয় গোয়াইনঘাট থানায় আইনের আশ্রয় নিয়ে হাশেম মিয়া অভিযোগ করার পরও থানা পুলিশ এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নেন নাই বলে জানা গেছে।

    কিন্তু এদিকে হাশেম মিয়া থানায় অভিযোগ করার কারণে উক্ত অভিযোগের সন্ত্রাসীরা হাসেম মিয়াকে প্রাণে হত্যা করার জন্য হুমকি দিচ্ছেন।

    উক্ত আসামীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় গোয়াইনঘাট থানা পুলিশের অনুরোধ জানান হাসিম মিয়া।

    আরও খবর

    Sponsered content