• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    রাজশাহী দুর্গাপুর মাড়িয়া গ্রামে চাষ করা হচ্ছে বারো মাসি আম

      প্রতিনিধি ৫ মে ২০২৩ , ১:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার : মো: আকাশ ইসলাম, রাজশাহী

    রাজশাহী, দুর্গাপুর মাড়িয়া গ্রামে চাষ করা হচ্ছে বারো মাসি আম। রাজশাহীর সুস্বাদু আমের মধ্যে আছে অনেক রকম জাত।

    তার মধ্যে অন্যতম একটি জাতের আম হলো বারো মাসি আম। যা সারাবছর পাওয়া যাবে। এমনি বারো মাসি আম চাষ করছেন সাংবাদিক মো:রফিকুল ইসলাম ( কালের কন্ঠ) ।

    সাংবাদিক মো: রফিকুল ইসলামের পুকুর পাড়ের চারি পাশে এ আমের গাছ লাগানো আছে।তার মধ্যে মধ্যে আম রুপালি আমেরও গাছ আছে।যখন সব জাতের আম ধরে গাছে তখন বারো মাসি আমের মুকুল গুলো ভেঙে ফেলে।

    কারণ এ আমের সময় বারো মাসি আমের দামটা একটু কম।কিন্তু আনসিজিনে বারো মাসি আমের দাম বেশি। বারো মাসি আমের মুকুল গুলো ভেঙে ফেলার পরেও আবার মুকুল বের হচ্ছে। কতক গাছে আম বড় হইছে, আবার গুটি বের হইছে।

    তবে একগাছে মুকুল, গুড়ি আম,ও বড় বারো মাসি আম ধরে আছে।বারো মাসি আমটা অন্য আমের মতোই অনেক সুস্বাদু।

    আরও খবর

    Sponsered content