• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    ফাইতংয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

      প্রতিনিধি ৬ মে ২০২৩ , ৩:০০:১২ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:

    পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড খেদারবান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (৬ মে’২৩ইং) শনিবার বিকালবেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কৃষিই সমৃদ্ধি ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের কর্মসূচি আওতায় মাঠ দিবসে ফসল: বোরো জাত: ব্রিধান- ৭৪ বিষয় সহ বিভিন্ন কৃষি ফসল উৎপাদন চাষাবাদ উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এই মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওমর ফারুক, বিশেষ অতিথি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিম হেলালী, ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), মহিলা ইউপি সদস্য, শাহেদা ইয়াছমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোহাম্মদ মহি উদ্দিন, সাংবাদিক ইসমাইলুল করিম,
    এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, এবং খেদারবান ও সুতাবাদী কৃষকগণ সহ প্রমূখ ।

    অনুষ্ঠানে অতিথি ও উপজেলা কর্মকর্তা বক্তব্য বলেন, কৃষিই কৃষ্টি,কৃষিই সমৃদ্ধি কৃষির উন্নয়নের ফলেই দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। কৃষির আধুনিকায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই।বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলতে হরে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ,সবজি উৎপাদনে ৩য়,
    পাট উৎপাদনে ২য়, ধান উৎপাদনে বাংলাদেশ ৩য়, সামগ্রিক সাফল্যের মূলে রয়েছে বর্তমান কৃষি বান্ধব সরকারের যুগোপযোগী পরিকল্পনা, পরিশ্রমী কৃষক,মেধাবী কৃটবিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ বিদদের যৌথ প্রয়াস।এখনে ৬০ ভাগ মানুষের জীবন জীবিকা কোন না কোনভাবে কৃষির উপর নির্ভরশীল।দেশের মোট শ্রমশক্তির ৪০ ভাগ কৃষিতে নিয়োজিত।

    দেশে প্রতিবছর ১.৩৭ শতাংশ হারে জনসংখ্যা বাড়ছে।অন্যদিকে ০.৭৪ শতাংশ হারে আবাদি জমি কমেছে।দেশে প্রতিবছর ২০ লাখ নতুন মুখ যোগ হচ্ছে। ২০৫০ সারে বাংলা জনসংখ্যা দাঁড়াবে ২৫ কোটিতে।এ বিপুল জনগোষ্ঠীর পুষ্টিকর খাবার যোগান দিতে ফসল উৎপাদনের বৃদ্ধির কোন বিকল্প নেই।কৃষকরাই যে এ দেশের প্রাণ; কৃষক বাঁচলে বাঁচবে দেশ।
    বৈশ্বিক মহামারিতে বিশ্ব যখন স্থবির,তখনও থেমে নেই বাংলার কৃষকরা।নিজের হাতে ফলিয়েছেন ফসল।আর সেই ফসলেই বাঁচিয়ে রেখেছে ঘরবন্দী ১৭ কোটি মানুষের জীবন, বাঁচিয়ে রেখেছে দেশের অর্থনীতি।
    ভোজ্যতেলের ক্ষেত্রে চাহিদা মেটাতে পারে সরিষা,তাই বোরো ধান কাটার পর মধ্যবর্তী সময়ে ৬৫/৭০ দিনের ভিতর সরিষা চাষ করে ভালই লাভবান হওযা যায়। পাহাড়ে ভূমিধ্বস বেড়ে যাওয়া য় পাহাড়ের ঢালে ফসর চাষের জন্য গুরুত্বারোপ করা হয়েছে।
    AIS- Agriculture Information Service কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে কৃষির বিভিন্ন তথ্য জানা যাবে।

    পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম বক্তব্য বলেন, আমরা আগে জানতাম চাষা জমিতে চাষা হতো ১বার কিন্তু এখন চাষা জমিতে ফলন হচ্ছে ২-৩বার।

    ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) বক্তব্য বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করে,এই ওয়ার্ডে যারা জীবনে কৃষক ছিল না। তারা এখন কৃষক তালিকা অন্তর্ভুক্ত, কিন্তু সারাজীবন কৃষকের সাথে জড়িত তাদের নাম কৃষক তালিকা অন্তর্ভুক্ত নেই, এটা আমাদের জন্য দুঃখের বিষয়।

    স্বাগত বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বক্তব্যে কৃষক মাঠ দিবসের উদ্দেশ্যসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন।

    অনুষ্ঠানে অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাইতং ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার।

    আরও খবর

    Sponsered content