• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোবিন্দগঞ্জে নিহত রিক্সাচালকের বাড়িতে পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম

      প্রতিনিধি ৭ মার্চ ২০২৪ , ১:২৬:২২ প্রিন্ট সংস্করণ

    মোঃ আল মুমিন, সিনিয়র স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গাড়ি (রেকার) চাপায় নিহত রিক্সাচালক শাহিদ উদ্দিন (১৬) এর বাড়িতে জেলা পুলিশ সুপার উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

    বুধবার (৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সাপমারা ইউপির বৈরাগীর হাট কোগারিয়া গ্রামে নিহতের বাড়িতে যান পুলিশ সুপার মো. কামাল হোসেন পিপিএম। তিনি নিহতের পিতা গিয়াস উদ্দিন, তার মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

    তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শাহিদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ক্ষমতা কারোরই নেই। তবে জেলা পুলিশের পক্ষ থেকে শোকাহত পরিবারকে আইনি সহ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি নিহতের পরিবারের জন্য নিয়ে যাওয়া চাল-ডাল-আটা-তেল-চিনি-আলু, নগদ অর্থ ও ফল ভর্তি কার্টুন হস্তান্তর করেন। আগামীতে পরিবারটির প্রতি জেলা পুলিশের সহযোগিতা প্রদানের কথাও জানান।

    এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, জেলা ডিবি’র অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান সরকার পিপিএম, সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মতিউর রহমান, সাপমারা ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি তারেকুল বাশার দুলাল ও ইউপি সদস্য সেলিম মিয়া প্রমুখ।

    পরে রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত ফুলবাড়ী ইউপির ভাগদরিয়া গ্রামের রিক্সাচালক আসাদুলকে দেখতে যান এবং দায়িত্বরত ডা. ফরহাদ আলী ও ডা. তন্ময়কে সাথে নিয়ে রোগীর খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

    উল্লেখ্য, বুধবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানা মোড়ে বনফুল হোটেল সংলগ্ন রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রিক্সাকে পুলিশের গাড়ি (রেকার) চাপা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালক শাহিদ নিহত হয় এবং অপর রিক্সা চালক আসাদুল গুরুতর আহত হয়। পরে উত্তেজিত জনতা দুই ঘণ্টা ঢাকা-রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে ঘাতক রেকার ও ফুটপাতে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অবরোধ তুলতে উপজেলা ও থানা পুলিশ প্রশাসনের আশ্বাসের পরও উত্তেজিত জনতা এমপিকে কথা বলার শর্ত দেয়। পরে পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর শাহীন আকন্দ এর মোবাইল ফোনে উত্তেজিত জনতার উদ্দেশ্যে কথা বলেন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি উত্তেজিত জনতাকে আশ্বস্ত করার পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

    আরও খবর

    Sponsered content