• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    আমিনপুরে  গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে ৯ কর্মী আটক

      প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৩:৫২:২৪ প্রিন্ট সংস্করণ

    পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

    পাবনা আমিনপুরে এইচডিসি নামের একটি এনজিওর বিরুদ্ধে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে ওই প্রতিষ্ঠানের কর্মরত ৯ কর্মীকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ।
    ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, গত দের মাস আগে পাবনা আমিনপুর বাজারের পাশে এইচডিসি নামের একটি এনজিওর অফিস চালু হয়। প্রথমদিকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের বিশ্বাস অর্জনের লক্ষ্যে জমাকৃত টাকার দ্বিগুণ হারে এক পার্সেন্ট মুনাফায় লোন প্রদানের আশ্বাস দেন। পরবর্তীতে গ্রাহকের টাকার লোভ দেখিয়ে একাধিক গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিতে থাকেন। কিন্তু আজকাল করে লোন দেওয়ার নামে গ্রাহকদের হয়রানি করায় গতকাল বৃহস্পতিবার ১১ই মে বিকেল থেকেই বিক্ষুব্ধ গ্রাহকেরা অত্র এনজিও কর্মীদের সাথে তর্ক বিতর্ক হতে থাকে। এ সময় খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এনজিও অফিস থেকে নগদ ২ লক্ষ ৭৫ হাজার ১০০ টাকা গ্রাহকদের স্বাক্ষরিত একাধিক ফাকা ব্যাংক চেক প্রয়োজনীয় নথিপত্রসহ ৯ এনজিও কর্মীকে আটক করেন পুলিশ। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান।

    আরও খবর

    Sponsered content