• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামায় ফের বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু

      প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৫:২১:৩২ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:

    পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ফের বন্যহাতির আক্রমণে নুরুল আবছার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। (১৩মে’২৩) শনিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুরুল আবছার হারগাজা এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে।

    সূত্র জানায়, প্রতিদিনের মত শনিবার নুরুল আবছার বাড়ির পাশে ধান ক্ষেত পাহারা দিতে যান। এক পর্যায়ে রাত ৮টার দিকে বন্যহাতির কবলে পড়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল আবছার। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন স্বজনেরা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, নিহত নুরুল আবছারের ওয়ারিশদের বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতি পূরণ দেয়া হবে।

     

    আরও খবর

    Sponsered content