• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    বিশ্বনাথে ফজর আলী ও তার শালার বিরুদ্ধে আদালতে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ১২:১৭:৩১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :

    সিলেটের বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী ও তার শালার বিরুদ্ধে আদালতে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে।

    গত ২৭ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী ৩নং আদালতে এই মামলাটি দায়ের করেছেন শাহজিরগাঁও গ্রামের আমরোজ আলীর স্ত্রী ও লোকমান মিয়ার মেয়ে লন্ডন প্রবাসী আফতেরা বিবি (৫১)। বিশ্বনাথ সিআর মামলা নং-৩২৮/২০২৩ইং।

    মামলায় প্রধান আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীর শালা ছাতক উপজেলার বুরাইয়া বুরকি হাটি গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে মাছুম আহমদ (৩৮) কে। আর এই মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীকে। বাদি আবার ফজর আলীর খালা শাশুড়ি আর মাছুম আহমদের খালা হন।

    মামলার এজাহারে বাদি উল্লেখ করেছেন, ‘মাছুম আহমদ ফজর আলীর যোগসাজসে তার নিকট থেকে ২টি প্লট ও ১টি তিনতলা বিশিষ্ট দালান ক্রয় করার জন্য ৩ কোটি টাকা আনেন। কিন্তু বাদিনীর নামে জায়গা ক্রয় না করে বিশ্বনাথ সাব রেজিষ্ট্রারের স্বাক্ষর জাল করে অবিকল সাফ কাবালা তিনটি দলিল সম্পাদনের রশিদ তাকে প্রদান করেন।

    যা তিনি সাব রেজিষ্ট্রারী অফিসে তল্লাশী দিয়ে দলিলের রশিদের কোন অস্থিত্বই খোঁজে পাননি। তাই তিনি আসামীদের বিরুদ্ধে মামলাটি এফআইআর গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ও দ্রুত প্রতিকারসহ বিতাদেশ প্রার্থনা করেন।

    মামলাটি তদন্ত করে আগামী ১১ অক্টোবর প্রতিবেদন দেয়ার জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

    অভিযোগের বিষয়ে বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী সাংবাদিকদের বলেন, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না, কেনো মামলা করেছেন তিনি তাও তিনি অবগত নন। এছাড়া তার খালা শাশুড়ি একজন মানষিক ভারসাম্যহীন বলেও দাবী করেন কাউন্সিলর ফজর আলী।

    এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আদালতে কাউন্সিলর ফজর আলীর খালা শ্বাশুড়ি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলমান আছে। তদন্ত শেষে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

    আরও খবর

    Sponsered content