• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    অভয়নগরে আব্দুর রশিদ খান ঠাঁকুর ফাউন্ডেশন কর্তৃক দর্জি প্রশিক্ষণের শুভ উদ্ভোধন

      প্রতিনিধি ২ জুলাই ২০২৩ , ৪:২৯:২৯ প্রিন্ট সংস্করণ

    অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ-

    যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারি কলেজ সংলগ্ন মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল(MCSC) এর হল রুমে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন কর্তৃক শিশু শ্রমিকদের দর্জি প্রশিক্ষণের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।

    আব্দুর রশিদ খান ঠাঁকুর ফাউন্ডেশন কর্তৃক ঝুঁকিপূর্ণ শিশু শ্রম হ্রাসের মাধ্যমে শিশু সুরক্ষা ও উন্নয়ন সাধন প্রকল্পের আওতায় শ্রমজীবি শিশুর “আর নয়, শিশু শ্রম” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে শ্রমজীবি শিশুদের মধ্যে গতকাল রবিবার (২ জুলাই) বিকাল ৪ ঘটিকায় শিশু শ্রমিকদের দর্জি প্রশিক্ষণের শুভ উদ্ভোধন ও অনুষ্ঠানে লিফলেট বিতরণ ও পরিচিয় দান করা হয়।
    উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন অভয়নগর শাখার ভিজিলেন্স টিম সদস্য মোঃওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যশোর জেলা শাখার প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুর রহমান সঞ্চালনা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুর রশিদ খান ঠাঁকুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মারসেল রোজা রিও। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা শাখার মনিটরিং অফিসার জনাব ফুয়াদ জিলানি, অভয়নগর শাখার চাইল্ড প্রোডাকশন টিমের সদস্য জনাব বয়োজিদ হোসেন, জনসেবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর সুপার ভাইজার আরাফাত রহমান আরিফ ও প্রশিক্ষক নিশিতা সুলতানা সুমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান ঠাঁকুর ফাউন্ডেশনের অভয়নগর শাখার অভয়নগর উপজেলার ফিল্ড-সুপারভাইজার মোঃ আবু- তাহের ও যশোর জেলা শাখার ফ্লিড সুপারভাইজার শিল্পী খাতুন, অভয়নগর উপজেলার অর্গানাইজার আসিফ বিশ্বাস ও ইমরান হাসান রাব্বি, কাজী ইকরামুল করিম। অন্যান্য শিশু শ্রমিকগনের মধ্যে উপস্থিত ছিলেন- কেয়া ,রূপা, ফাতেমা,বিথি গাইন, তানিয়া, খাদিজা,ঝুমা দাস, অনামিকা, সীমা, অর্পনা দাস, জ্যোতি দাস প্রমুখ। অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রাম মহলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুগন কেউ তেতুলের বীচি কাঁটে, আকিজ জুট মিলের শ্রমিক, চুলের কাজ। এই শিশুরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন প্রক্রিয়ার অব্যাহত রাখতে তারা নিজেরা প্রশিক্ষণ মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে চায় এবং উন্নয়নে অংশগ্রহন করতে চায়।

     

    আরও খবর

    Sponsered content