• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোবিন্দগঞ্জে আসামী ছিনতাইয়ের চেষ্টায় গ্রেফতার ৫ জন ২ পুলিশ কর্মকর্তা আহত

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১০:৩৫:০৬ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলা করে হ্যান্ডকাপ পরা আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে সহযোগীরা। এসময় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ।

    সোমবার (১৫ মে) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব ও রুবেল।

    আটককৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তফা আহমেদ বিপু ও মুহিত মিয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়া।

    গোবিন্দগঞ্জ থানার
    ওসি-তদন্ত বুলবুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামীম একটি সেসন ট্রাইব্যুনাল মামলার (নং ৪৩৭/২০২০) ওয়ারেন্টভুক্ত আসামি।

    রোববার (১৪ মে) রাতে দরবস্ত ইউনিয়নের কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় শামিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশের দুই এএসআই আহত হন। পরে পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে জড়িত ৫ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

    এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের ওপর হামলাকারী পলাতকদের দ্রুত গ্ৰেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম।

    আরও খবর

    Sponsered content