• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    দীঘিনালা বাসস্ট্যান্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ১:৪৬:১০ প্রিন্ট সংস্করণ

    কাউসার আলী দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

    খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলা বাসস্টেশনে পুড়ে যাওয়া ১২ টি দোকানের জন্য সরকারি বরাদ্দ হিসেবে ক্ষতিগ্রস্থ ১২ জনকে চাল ও অর্থ বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। (১৭ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাতুল আলম ও দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মাঝে চেক বিতরণ করেন আলহাজ্ব মোহাম্মদ কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাতুল আলম । বিতরণ কালে আলহাজ্ব মোহাম্মদ কাশেম সকলের উদ্দেশ্য করে বলেন, যে কোন দুঃসময়ে আওয়ামী লীগ সরকার মানুষের পাশে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২জনকে চিহ্নিত করে প্রতিজনকে সাড়ে ৭ হাজার টাকা ও ৩০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার ইব্রাহিম হোসেন কালু উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগ পরে আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

    আরও খবর

    Sponsered content