• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে প্রসব পরবর্তী পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১০:১২:৪৩ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে প্রসব পরবর্তী পরিকল্পনা পদ্ধতি বিষয়ক ১ দিনের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ মে-২০২৩ সোমবার সকাল ১০ টায় থেকে বিকেল ২ টা পর্যন্ত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়ের মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী।

    মানিকছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিককল্পনা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক, ডা. গোলাম মোহাম্মদ আজম। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডা. মো. রফিকুল ইসলাম।

    মানিকছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, মো. হাফিজুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডা. আছবার উল্লাহ নুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফারুক আব্দুল্লাহ উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর খাগড়াছড়ি, ডা. রাজন তালুকদার, সহকারী সিভিল সার্জন, খাগড়াছড়ি, সুভাস বসু চাকমা, সহকারী পরিচালক, সিসি এন্ড কনসালটেন্ট পরিবার পরিকল্পনা অধিদপ্তর, খাগড়াছড়ি, ডা. রতন খীসা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার, মানিকছড়ি প্রমুখ।

    কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ডা. মো. এনায়েত উল্লাহ মাহফুজ, আবাসিক মেডিকেল অফিসার, ডা. খায়রুল বাসার, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মো. আবু তাহের, জেনারেল ম্যানেজার, মেরি স্টোপস বাংলাদেশ, চট্টগ্রাম।

    কর্মশালায় মুক্ত আলোচনায় উঠে আসে উপজেলার দুটি ইউনিয়নের বরাদ্ধকৃত জনবল ও ওষুধপত্রাদি দিয়ে ৪টি ইউনিয়ন কভার করা হয়। যাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এই অসুবিধা নিরসনকল্পে কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এবং আলোচনা সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গৃহীত কর্মসূচী জন্মবিরতিকরণ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।

    পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালায় উপজেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪০ জন কর্মচারী, কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

    আরও খবর

    Sponsered content