• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    রাজশাহীর সমবায় প্রতিনিধিদের সাথে রাসিক মেয়রের শুভেচ্ছা ও মতবিনিময়

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৫:২৩:০৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহী:-

    রাজশাহীর সমবায় প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা হতে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমবায়ের যুগ্ম নিবন্ধক মোঃ মোখলেসুর রহমান।

    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা বাধা ও প্রতিকূলতা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তৎকালীন দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালীভাবে গড়ে তুলতে সমবায় কার্যক্রম চালু করেন তিনি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো অনেক আগেই বর্তমানের চেয়ে আরো বেশি ভালো জায়গায় পৌছে যেত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন দেশকে গড়ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে।

    রাসিক মেয়র বলেন, আমি সুযোগ পেলে রাজশাহীতে সমবায় সেক্টরের উন্নয়নে কাজ করবো। আপনারা বলেছেন, দেশের অন্য জায়গায় হলেও রাজশাহীতে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ হয়নি। ভবিষ্যতে রাজশাহীতে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ করতে চেষ্টা করবো।

    মেয়র আরো বলেন, রাজশাহীর উন্নয়নে কিছু কাজ বাকি থেকে গেছে। সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। সবার সহযোগিতা রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

    সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সমবায়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মোঃ নুরুন্নবী, উপ-নিবন্ধক (বিচার ও সমিতি) মোছাঃ শাহানা শিল্পী, জেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা (বোয়ালিয়া) মোছাঃ নাছিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content