• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার পল্লিতে হামলায় নিহত-১,খবর শুনে বৃদ্ধের মৃত্যু

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৫:১৩:১২ প্রিন্ট সংস্করণ

    তানজিলা ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

    নড়াইল জেলার লোহাগড়া থানাধীন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে একজন নিহত হয়েছে। এদিকে প্রতিপক্ষের নিহতের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু! আগষ্ট ২০২২ সাল থেকে এই নিয়ে নড়াইল জেলায় চলতি বছর হত্যার শিকার হলো ২৩ জন!?

    দূর্বৃত্তের হামলায় নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব’৬১ দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ হলেন একই গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে কেরামত মোল্লা’৭০, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ায়।

    পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে,- ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্লার ৫ কাঠা জমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল।

    মঙ্গলবার ২৯ আগষ্ট বিকাল সাড়ে ৩ টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখাকালে উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এ’সময় কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু হামীম আমীন সহ ১১-১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। এ’হত্যার খবর শুনে,- প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    ঘটনাস্থলে উপস্থিত থাকা লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন মুঠোফোনে সাংবাদিক সাথী তালুকদার’কে বলেন,- এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। জড়িতদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

    অপরদি’কে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ‘অপারেশন শেখ মিজানুর রহমান বলেন,- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content