• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    গোবিন্দগঞ্জে পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন করে নকল সরবরাহের দায়ে দুইজনের জেল

      প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ৪:৫৩:৫১ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, বিশেষ  প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি এসএসসি সমমানের পরীক্ষা কেন্দ্রের দেওয়াল টপকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে নকল সরবরাহের দায়ে দুইজনকে ১০দিন করে জেল দেয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক ওই দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্যা বিন শফিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।

    সাজাপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের আলম মিয়ার পুত্র বাঁধন মিয়া ও একই ইউনিয়নের বামনহাজরা গ্রামের বাবর আলীর পুত্র ইসমাইল হোসেন। জানা যায়, চলতি এসএসসি পরীক্ষা শুরুর পরপরই ওই কেন্দ্রের দেয়াল টপকে অসদুপায় অবলম্বন করে নকল সরবরাহের সময় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্যা বিন শফিক হাতে নাতে ধরে ফেলেন দুই বহিরাগত নকল সরবরাহকারীকে।

    আরও খবর

    Sponsered content