• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    উখিয়া থাইংখালী বিট কর্মকর্তার বিশেষ অভিযানে অবৈধ বালি ভর্তি ডাম্পার আটক ১

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৩:২৯:১৫ প্রিন্ট সংস্করণ

    দিদারুল আলম জিসান (কক্সবাজার)

    কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দেশনায় থায়্যাংখালি বিট কর্মকর্তা বিকাশ দাসের বিশেষ অভিযানে বনভূমির পাহাড় থেকে অবৈধ মাটি কাটার অপরাধে অবৈধ বালু মাটি সহ একটি ডাম্পার আটক করা হয়েছে। ১৭ মে বুধবার আনুমানিক রাত ৮ ঘটিকার সময় জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকার পাস থেকে উক্ত ডাম্পার টি আটক করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন দোছড়ির বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু সহ অন্যান্য বিট কর্মকর্তা এবং বন প্রহরী সদস্যরা। আটকৃত অবৈধ ডাম্পারটির বিরুদ্ধে বন আইনের পি ওয়ার মামলা দায়ের করে জড়িত পাহাড় খেখূদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা । বি কর্মকর্তা বিকাশ দাস জানিয়েছেন তার বন এলাকাটি বেশিরভাগ জায়গা রোহিঙ্গা বসতি হয়ে গেছে তারপরেও যেটুকু বনের জায়গা রয়েছে সেসব জায়গায় এলাকার অনেক চিহ্নিত পাহাড় খেখোরা‌ রোহিঙ্গা কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি বিক্রি করে অন্যদিকে ডাম্পার দিয়ে বালি ও বিক্রি করে !তবে যারাই বনভূমির পাহাড়কে ধ্বংস করার পায়তাঁরা চালাচ্ছে তাদের কে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে

    আরও খবর

    Sponsered content