• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবীতে বাগমারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

      প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৪:২৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

    বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকী সহ সারাদেশে বিএনপি জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ও জেলা বিএনপির আহ্বায়ক কুখ্যাত সন্ত্রাসী আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবীতে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

    সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রতিবাদ সভায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বিএনপি-জামাতের আর পিছু হটার জায়গা নেই তাই তারা সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছেন।
    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করছে। কতো বড় সন্ত্রাসী হলে প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলা যায়। বিএনপি এখন পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে। আওয়ামী লীগ হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য পছন্দ করে না। দেশের মানুষও আর সন্ত্রাসী কর্মকান্ডকে ভালোবাসে না। বিএনপির ষড়যন্ত্রের দিন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। সেই সাথে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবীতে গর্জে উঠেছে সারাদেশের আওয়ামী লীগ। চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগের শক্তি জনগণ। বিএনপি-জামাত এর সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে চাইলে সবাইকে আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, আল-মামুন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য বকুল আলী খরাদী, আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মোস্তাফিজুর রহমান মকুল, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।

    আরও খবর

    Sponsered content