• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    চট্টগ্রাম বাকলিয়া এলাকায় বেজাল মসলা তৈরির কারখানা থেকে আটক ১০

      প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ১০:৩৩:০১ প্রিন্ট সংস্করণ

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    ভেজাল মসলা তৈরি করে বাজারজাত করার অপরাধে চট্টগ্রামের বাকলিয়া থেকে ১০ জন বেজাল মসলা তৈরি কারবারি কে আটক করেছে র‌্যাব। এ সময় বিষাক্ত রাসায়নিক রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থসহ ভেজাল মসলা জব্দ করা হয়।
    আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (মিল মালিক) (৪০), মো. শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), মো. দেলোয়ার হোসেন (৪৮) ও মো. কামরুল হাসান (২৫)। মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টায় চাকতাই এলাকার জসিমের ক্রাসিং মিলের ভেতর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি গণমাধ্যম কে বলেন, বাকলিয়া থানাধীন চাকতাই এলাকার জসিমের ক্রাসিং মিলের ভেতর ভেজাল মশলা তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ১১টায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থসহ ভেজাল মসলাসহ ১০ ব্যবসায়ীকে আটক করা হয়। এসব ভেজাল মসলা তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন বাজার ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলায় পাইকারদের মাধ্যমে বিক্রি করে আসছে বলে জানায়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content