• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ময়মনসিংহ

    নেত্রকোণা- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেন ঝুমা তালুকদার

      প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ৩:১৭:৩০ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধি :

    আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদ্য পদত্যাগকারী দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। সোমবার দুপুরে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে ঝুমা তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স।

    স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলাম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও বার বার আওয়ামীলীগ থেকে নির্বাচিত এমপি‘র মেয়ে হয়েও দলীয় মনোনয়ন পাইনি। তাই আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমি এই এলাকারই সন্তান। পরপর ৩ বার ধরে দুর্গাপুর উপজেলা থেকে কাউকেই দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে না। এলাকার জনগন এবং ত্যাগি আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে পরামর্শ করেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এ আসনে এবার স্বতন্ত্র প্রার্থীই জয়লাভ করবে।

    তিনি আরো বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার এর মৃত্যুর পর থেকেই আমি উপজেলা আওয়ামীলীগের বলিষ্ঠ কর্মী হিসেবে বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে মাঠে কাজ করে যাচ্ছি। আমি চেয়ারম্যান থাকাকালীন কোন প্রকার ভাতা গ্রহন না করে তা সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। দলীয় দিক বিবেচনা করে দুর্গাপুর উপজেলা থেকে একজন কে দলীয় মনোনয়ন দেয়া উচিত ছিলো। সেদিক বিবেচনা করে আমি দুর্গাপুর বাসীর স্বপ্ন পুরণে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছি।

    উল্লেখ্যঃ ঝুমা তালুকদার এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায়, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    আরও খবর

    Sponsered content